সবুজ ত্রিপুরা
২৪ জুন
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম-এর দুইটি যুব সংগঠনের উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয় তেলিয়ামুড়াতে শুক্রবার দুপুরে।
এদিনের সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি কার্যালয়ের এর সামনে এসে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ এর সমর্থকরা জড়ো হয়।সেখান থেকে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্লোগান তুলে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পরিক্রমা করে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পরে মিছিলটি বিভাগীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়। এদিনের এই ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, ডিওয়াইএফআই তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক রঞ্জু দাস সহ অন্যান্য নেতৃত্বরা। ছয় দফা দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, অবৈধ নেশা ও জুয়া বাণিজ্যের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ
গ্রহণ করতে হবে, প্রতিবছর টেট পরীক্ষা নেওয়া সহ টেট এবং নার্সিং উর্ত্তীন্ন দের দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের দাম অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হ্রাসশ করতে হবে।
0 মন্তব্যসমূহ