সবুজ ত্রিপুরা
২৮ জুন
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ চলিত বন্যাকে মোক্ষম হাতিয়ার করে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে সর্বনাশা ড্রাগস গাঁজা সহ বনজ সম্পদ পাচারে।
তবে এসব নিয়ে প্রশাসনের নজরদারি সহ নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।এমনই এক অভিযানে করিমগঞ্জ পুলিশের হাতে পঞ্চাশ লক্ষাধিক টাকার ড্রাগস সহ ধরা পড়ল দুই পাচারকারি।পাচারের মুখে দশটি সাবানের বাক্সে এক`শ পয়ত্রিশ গ্রাম হেরোইন সহ তিনটি প্যাকেটে ছয়`শ টি নেশা জাতিয় ইয়াবা ট্যাবলেট
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জব্দ করে পুলিশ।জানা গেছে গোপন সুত্রের ভিত্তিত্বে রবিবার গভির রাতে করিমগঞ্জ সদর পুলিশের একটি দল সাদা পোষাকে খদ্দের সেজে শহরের লক্ষ্মীচরণ রোডের একটি ডেরায় হানা দিয়ে এ সাফল্য পায়।এ কান্ডে ধৃতরা হল নয়ন কুরি ও বিধান কুরি।উভয়ের বাড়ি করিমগঞ্জে।তারা দীৰ্ঘদিন ধরে এমন অবৈধ ব্যবসার সাথে জড়িত।বিগত দিনে এমন কান্ডে তারা জেল হাজত খাটলেও অদ্যবদি নিজেদেরকে শুধরে নেয়নি।
সম্প্রতি জেল থেকে বেরিয়ে তারা ফের ড্রাগসের কারবারে লিপ্ত হয়।পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে এ সংবাদ সংগ্রহ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস তাদেরকে টানা জিঙ্গাসাবাদ চালিয়ে যাচ্ছেন।আটক ড্রাগসের বাজার মুল্য পঞ্চাশ লক্ষাধিক টাকার মত হবে বলে পুলিশ সুত্রে প্রকাশ।
0 মন্তব্যসমূহ