ধর্মনগরের হেলথ কিউর নার্সিংহোমে ফ্রি গাইনোকোলজিক্যাল সার্জিক্যাল শিবির অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ জুন

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ   ধর্মনগরের সাকাইবারির হেলথ কিউর নার্সিংহোমে রবিবার ফ্রী গাইনোকলজিক্যাল সার্জিক্যাল শিবির অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী  রসিক রঞ্জন গোস্বামী, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীক ডাক্তার অরুণাভ চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ চক্রবর্তী, জেলার গাইনোকোলজি বিশেষজ্ঞ ডাক্তার সুমিত দাস ,ডাক্তার শর্মিষ্ঠা চক্রবর্তী ডাক্তার পুষ্পল চৌধুরী এবং ডাক্তার শুভ করুন । উপস্থিত ছিলেন নার্সিংহোমের কর্ণধার বিষ্ণুপদ নাথ,প্রবাল কান্তি দেব,প্রভাত সিনহা,চিরঞ্জিত দাস গুপ্ত,

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিশিষ্ট সমাজসেবী জহর চক্রবর্তীর। নার্সিংহোম মেনেজমেন্ট থেকে দিপালোক ভট্টাচার্য, সমীর দেব,সফিক উদ্দিন সহ অন্যান্য কর্মীরা। তাছাড়া আগরতলা থেকে এই শিবিরে যোগদান করেন ডাক্তার মাহাবুল রহমান, ডাক্তার সঞ্জয় সাহা এবং ডক্টর রজত গোস্বামী। মোট মোট ১৪ জন রোগীর অস্ত্রপাচার করা হয়। এদের মধ্যে কুমারঘাট এবং মাছ মারা থেকে আগত রোগীরা ও রয়েছে। নার্সিংহোমের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কে অভিনন্দন জানানো হয় এই শিবিরে নিজ উদ্যোগে চারটি অতিরিক্ত বেড জোগাড় করে দেওয়ার জন্য ।জহর চক্রবর্তী জানান আগামী জুলাই মাসে এই নার্সিংহোমের তিন বছর পূর্তি হতে চলেছে। এরমধ্যে 3 unit রক্ত emergency রোগীদের দেওয়া হয়।এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিনামূল্যে শিবিরের আয়োজন করা হয়েছে নার্সিং হোম এর পক্ষ থেকে। রাজ্যের গরিব মানুষ যাদের 

অস্ত্রোপচার বা শল্য চিকিৎসা করানোর মত ক্ষমতা নেই তাদেরকে এই শিবিরে গুরুত্বপূর্ণ অপারেশন করে দেওয়া হচ্ছে প্রায় বিনামূল্যে। উদ্বোধক রসিক রঞ্জন গোস্বামী বলেন ডাক্তার বাবুদের পেশা হিসেবে গ্রহণ না করে সমাজসেবা হিসাবে গ্রহণ করতে হবে, তবেই সমাজের সাধারণ মানুষ উপকৃত হবে। এই অনুষ্ঠান সম্পর্কে ডঃ সুমিত দাস,জহর চক্রবর্তী সহ অন্যান্যরা বললেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu