সবুজ ত্রিপুরা
২৮ জুন
মঙ্গলবার
ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগরের থানা রোডের ব্যবসায়ী বুদ্ধ গুপ্ত গত ১৯শে জুন ধর্মনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন,তার চন্দ্রপুর গোডাউন থেকে ১৫৬ টি ফ্রিজ এবং সাতটি ওয়াশিং মেশিন
সহ বেশকিছু জিনিস চুরি হয়ে গেছে । সেই মর্মে ধর্মনগর থানার স্পেশাল ব্রাঞ্চের টিম তদন্ত শুরু করে তদন্তে ২৬ জুন গভীর রাতে TR 05 A 1902 নম্বরের গাড়িটিকে আটক করতেই এক এক করে চুরির রহস্য পুলিশের সামনে উন্মুক্ত হতে শুরু করে । গাড়ির চালক আজারুদ্দিন বাড়ি ঢ়ুপিরবন্দ,তাকে জিজ্ঞাসাবাদ করতে এই কদমতলার দেব ব্রাদার্সের কর্ণধার স্বপন দেবের নাম বেরিয়ে আসে । জানা যায় চুরি যাওয়া ৪৮ টি ফ্রিজ স্বপন দেব ক্রয় করে বিক্রি করে দিয়েছেন । ২৭ জুন গোডাউনে রাখা গার্ড রঞ্জিত শুক্ল বৈদ্য এবং তার স্ত্রী
অর্পিতা শুক্লবৈদ্য চুরির ঘটনার স্বীকার করে। তাদের কাছ থেকে বেরিয়ে আসে প্রকাশ দেবনাথ এবং তার স্ত্রী রিয়া বিশ্বাসের নাম । উল্লেখ্য প্রকাশ দেবনাথ ধর্মনগর জেলরোড নিবাসী এবং তার স্ত্রী রিয়া বিশ্বাস এর বাপের বাড়ি চন্দ্রপুরে । এদেরকে এই চুরির ক্ষেত্রে যোগ্য সহায়তা করে প্রকাশের বন্ধু শিবু ওরফে গৌতম। বেশ কিছু ফ্রিজ পানিসাগর এবং রৌয়া এলাকায় বিক্রি করা হয়েছে বলে জানা যায় । এদিকে আজ অভিযুক্তদের বসিয়ে ধর্মনগরে দুটি জায়গায় দুটি এসি মেশিন চুরি করে বিক্রি করা হয়েছিল,এগুলো খুলে আনার জন্য নির্দেশ দেওয়া হয় । কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে । একটা বিশাল চক্র ধরা পড়ছে যারা ভদ্র বেসে সমাজে এতদিন যাবত চুরি কর্ম সম্পন্ন করে গেছে । পুলিশের বক্তব্য যারা চুরি
করেছে,যারা চুরির মাল বিক্রি করেছে এবং যারা ক্রয় করেছে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আজারুদ্দিন এবং স্বপন দেব পুলিশের হেফাজতে রয়েছে । বাকিদের থানায় নিয়ে এসে চলছে টানা জিজ্ঞাসাবাদ।
0 মন্তব্যসমূহ