বিজেপি এর বিজয় মিছিল অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৮ জুন

মঙ্গলবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ উপনির্বাচনের ৪টি আসনের মধ্যে বিজেপি তিনটিতে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা হয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো ২৯ কৃষ্ণপুর 

বিধানসভা কেন্দ্র ও ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে। সোমবার কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেবের নেতৃত্বে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি শক্তি কেন্দ্রের উদ্যোগে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হলো বিজয় মিছিল। এদিন বিজেপি ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা শক্তি কেন্দ্র, নয়নপুর শক্তি কেন্দ্র ও উত্তর কৃষ্ণপুর শক্তি কেন্দ্রের উদ্যোগে পৃথক 

পৃথকভাবে তিনটি সুবিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত এদিনের এই মিছিলগুলি ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজি পুড়িয়ে গেরুয়া আবির খেলে এবং মিষ্টি মুখ করে সকলের মধ্যে উপনির্বাচনে বিজেপির প্রার্থীদের জয়ের আনন্দ ভাগ করে নেয়। এদিন নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব বলেন,,, রাজ্যের উপনির্বাচনে চারটি আসনের মধ্যে তিনটি আসনে বিজেপি প্রার্থীদের বিপুল জয় হয়েছে এবং আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে রাজ্যে অন্যদিকে, ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের জনজাতি মোর্চা তেলিয়ামুড়া মন্ডলের কর্মী-সমর্থকরা হদ্রাই এলাকায় এক সুবিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত করে। এদিন জনজাতি মোর্চার তেলিয়ামুড়া মন্ডলের কার্যকর্তারা বিজয় মিছিলের মধ্য দিয়ে বাজি পুড়িয়ে গেরুয়া আবির 

খেলে এবং মিষ্টি মুখ করে আনন্দের জোয়ারে ভাসলো জনজাতি মোর্চা তেলিয়ামুড়া মন্ডলের কার্যকর্তারা। এদিন তেলিয়ামুড়া এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত এই বিজয় মিছিল গুলিতে উপস্থিত কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu