সবুজ ত্রিপুরা
২৪ জুন
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ প্রয়াতঃ পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং স্মৃতিকে ধরে রাখার সুযোগ্যা পুত্রের অনন্য উদ্যোগ। তেলিয়ামুড়ার তৎকালীন
নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান তথা ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডি.এস.পি প্রয়াত ক্ষীতিশ চন্দ্র দেবের স্মৃতিতে দূস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি চালু করলেন উনার পুত্র তথা ত্রিপুরা রাজ্যের সনামধন্য আইনজীবী ভাস্কর দেব। তেলিয়ামুড়ার দশটি বিদ্যালয়ের মোট ২০ (কুড়ি) জন ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে চালু করা হয় ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি নামাংকিত এই বৃত্তি। বৃহস্পতিবার তেলিয়ামুড়া
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কবি নজরুল বিদ্যাভবনের হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এর প্রাথমিক পথ চলা। উক্ত অনুষ্ঠানের উদ্ভোদন করেন তেলিয়ামুড়ার বিশিষ্ঠ শিক্ষাবিদ তথা প্রাক্তন প্রধান শিক্ষক নিত্যানন্দ দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধান সভার মূখ্য সচেতক কল্যানী রায়, উপস্থিত ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ত্রিপুরা পুলিশের প্রাক্তন এস.পি স্মৃতি রঞ্জন দাস, প্রয়াত ক্ষীতিশ দেবের সুপুত্র আইনজীবী ভাস্কর দেব সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানের প্রধান অতিথি কল্যানী রায় বক্তব্য রাখতে গিয়ে
ভাস্কর দেবের এই শুভ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন। তিনি উপস্থিত সকলের প্রতি এবং সমগ্র তেলিয়ামুড়া বাসির প্রতি আহ্বান রাখেন এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য। যাতে করে অর্থের অভাবে কোন মেধা সমাজ থেকে হারিয়ে না যায়।।
0 মন্তব্যসমূহ