সবুজ ত্রিপুরা
২২ জুন
বুধবার
পানিসাগর প্রতিনিধিঃ ২১ শে জুন সকাল সাথ ঘটিকায় উওর জেলার অন্তর্গত পানিসাগর মোটরস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় পানিসাগর মন্ডল
এবং পতঞ্জলি যোগাপিটের পাঁচ টি সংঘটনের যৌথ উদ্দ্যোগে অষ্টম তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে যোগ শিবির।এতে অংশ গ্রহণ করেন পানিসাগর বিধানসভার মাননীয়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বিধায়ক বিনয় ভুষন দাস মহাশয়।এছাড়াও উপস্হিত ছিলেন পানিসাগর মন্ডলের সম্পাদক বিবেকানন্দ দাস,সাধারন সম্পাদক ধনন্জয় দাস,নিরুপম দে,পতন্জলি যোগা পিটের যোগা গুরু অপুর্ব নাথ, পানিসাগর স্পোর্টস স্কুলের ছাএ ছাএি সহ শিক্ষক শিক্ষিকা বৃন্ধরা।
এছাড়াও অংশ গ্রহণ করেন মহকুমার বিভিন্ন আঙ্গিকের যোগা প্রিয় জনগন।যোগ শিবির শেষে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পৃথিবীর উষ্ণায়নের দিকটি বিবেচনা করে মাননীয় বিধায়ক কতৃক বৃক্ষ রোপন করা হয়।
0 মন্তব্যসমূহ