সবুজ ত্রিপুরা
২০ জুন
সোমবার
কদমতলা প্রতিনিধিঃ ভয়াবহ বন্যার কবলে উত্তর জেলার কুর্তি গ্রামের মানুষ। তিনদিনের টানা বর্ষণে সমস্ত এলাকা জলের তলায় চলে গিয়েছে।
বিশেষ করে কুর্তি গ্রামের এক নং ওয়ার্ডের মানিকনগর সহ এলাকার ৯২ টি পরিবার বন্যার কবলে পড়েছে। গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতেই মহকুমা শাসক, কদমতলা ব্লক আধিকারিক, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে যান। টিএসআর ও এসডিআরএফ এর এক বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী এলাকায়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মোতায়েন করা হয়েছে। রাত থেকেই জলবন্দিদের নিরাপদ স্থানে নিয়ে আসার কাজ শুরু হয়ে গেছে। প্রশাসন থেকে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী ও। মূলতঃ কুর্তি তহশিল অফিস সংলগ্ন এলাকা ও কুর্তি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে। রবিবার সকাল থেকেও ভারী বর্ষণ শুরু হয়েছে। যার ফলে বন্যা ভয়ঙ্কর রূপ নিতে পারে যেকোনো সময়।
তাই প্রশাসনের তরফ থেকে মাইকযোগে এলাকাবাসীদের সতর্ক করা হচ্ছে। এদিকে বরাকের সিংলা ও লংগাই নদীর জল কুর্তির বুক চিরে বাংলাদেশের জুড়ি নদীতে পড়ছে। যার ফলে জুড়ি নদীর জলও বিপদসীমার উপরে বইছে।
0 মন্তব্যসমূহ