সবুজ ত্রিপুরা
২০ জুন
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে গাড়ির উপর বিশালাকার গাছ ভেঙ্গে পড়াতে দুর্ঘটনার কবলে পড়ে আহত চার।
দেড় ঘন্টা যাবৎ স্তব্ধ ছিল আসাম আগরতলা জাতীয় সড়ক।ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ের পাদদেশে ইকো পার্ক সংলগ্ন এলাকায় রবিবার। জানা গেছে, টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের জাতীয় সড়কে ছোট আকারের ধ্বস্ পরে । ফলে জাতীয় সড়কের পাশে থাকা গাছগুলি কিছুতেই মাটিকে আটকে রাখতে না পেরে প্রতিনিয়ত ছোট বড় গাছ ভেঙ্গে জাতীয় সড়কে পড়ছে। রবিবার ও তার ব্যাতিক্রম হয়নি।TR01 H 2254 নম্বরে গাড়ি নিয়ে ৩ জন যাত্রী নিয়ে বাবুল সিনহা আগরতলা থেকে তেলিয়ামুড়া দিকে আসছিল। তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া পাহাড়ের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
পাদদেশে ইকো পার্ক সংলগ্ন আসার পথে গাড়িটির উপর বিশাল আকারের একটি গাছ ভেঙ্গে পরে। গাড়িতে থাকা গাড়ির চালক এবং ৩ জন যাত্রী আহত হয়। এদিকে এই দুর্ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে এই দুর্ঘটনার ফলে আসাম আগরতলা জাতীয় সড়কের দুই পাশে থাকা শত শত গাড়ি আটকা পড়ে যায়। আটকে পড়ে যায় একটি রোগী নিয়ে যাওয়ার পথে এম্বুলেন্স গাড়ি।এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। এদিকে গাছটি কেটে জাতীয় সড়ক মুক্ত করার জন্য ছোট গাছ কাটার সরঞ্জাম নিয়ে হাজির হন ঘটনাস্থলে মহকুমা বন আধিকারিক সাবির কান্তি দাস। যদিও উনার কাছে খবর ছিল একটি বিশাল আকার গাছ গাড়িতে ভেঙ্গে পড়েছে। তারপরও তিনি ছোট গাছ কাটার সরঞ্জাম নিয়ে হাজির হওয়াতে গাড়িচালক সহ অন্যান্য যাত্রীদের মধ্যে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। যদিও পরে দীর্ঘ দেড় ঘন্টা পর গাছ কেটে
জাতীয় সড়কের যানজট মুক্ত করা হয়। এদিকে জাতীয় সড়কের দুই পাশে শত শত দূরপাল্লার যাত্রী বোঝাই গাড়ি আটকে পড়ে যাওয়াতে বৃষ্টির সময় চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে বলে অভিযোগ।তবে বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে অল্পেতেই রক্ষা পেল গাড়ির চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা ।
0 মন্তব্যসমূহ