সবুজ ত্রিপুরা
১৮ জুন
শানিবার
কদমতলা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী শ্রীশ্রী কানাইলাল জিউ আখড়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব সম্পন্ন করতে পরিচালনা কমিটির প্রস্তুতি প্রায় চূড়ান্ত । আগামী ৩০ জুন ও ১ জুলাই দুদিন
ব্যাপী অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব । গত দু বছর গোটা দেশে করোনা মহামারীর প্রকোপ থাকায় রথযাত্রা কোনক্রমে পালন করা হলেও রথের মেলা হয়নি । বা দর্শনার্থীরা আসেন নি । বরাক উপত্যকা তথা উত্তর পূর্ব ভারতের এই ঐতিহ্য বাহী শ্রীশ্রী কানাই লাল জিউ আখড়া করিমগঞ্জ জেলার কানাই বাজারে অবস্থিত । প্রায় সাড়ে পাঁচ শত বছরের প্রাচীন এই আখড়ার অনেক ইতিহাস রয়েছে । গোটা পৃথিবীর সব জায়গাতেই একই দিনে রথ যাত্রা অনুষ্ঠিত হলেও কানাই বাজার শ্রীশ্রী কানাইলাল জিউ আখড়ায়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
রথের রশি টানা হয় দুই দিন । মূল রথের ঠিক আগের দিন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের নারী পুরুষরা মিলিত হয়ে রথের আগের দিন রাতে রথের রশি টানেন । চলে সারা রাত ভজন কীর্তন সহ কৃষ্ণ নাম সাথে রাসলীলা ।দেশের বিভিন্ন প্রান্তের মণিপুরী মানুষ এক দিন আগেই কানাইলাল জিউ আখড়ায় এসে জড়ো হন । পরের দিন রথের রশি টানেন বাঙালি হিন্দুরা । রথের মেলায় প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে ।রথ যাত্রা উৎসব কে সফল করে তুলতে রবিবার কানাইলাল জিউ আখড়ায় এক বিশাল সাধারণ সভা অনুষ্ঠিত হয় । ৬৫ সদস্য বিশিষ্ট এক শক্তিশালী পরিচালন কমিটি
গঠন করা হয় । সভাপতি নির্বাচিত হন গোরেশ দাস সম্পাদক পীযুষ দে এদিকে সনাতন ধর্মাবলম্বী সকলের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন পরিচালন কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবি সাংবাদিক নীহার রঞ্জন দেবনাথ ।
0 মন্তব্যসমূহ