বেসরকারী সংস্থা থেকে ৩ আনা সোনার জিনিষ বন্ধক রেখে ৬ হাজার টাকা ৠন নিয়েছিলো-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

০৩ জুন

শুক্রবার

উদয়পুর প্রতিনিধিঃ IIFL নামক একটি বেসরকারী সংস্থা থেকে গত ৮ মাস আগে সোনা বন্ধক দিয়ে ৠন নেওয়ার পর বর্তমানে ৠন পরিশোধ 

করতে গেলে কতৃপক্ষ বলছে উনার সোনা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এতেই দেখা দেয় বিপত্তি। ঘটনা, বৃহস্পতিবার উদয়পুরে। আর এই বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের দ্বারস্থ এক মহিলা। ঘটনার বিবরণে জানা যায়, গত ৮ মাস আগে উদয়পুর মহকুমার অন্তর্গত মহারানির বাসিন্দা তসলিমা বেগম নামে জনৈক এক মহিলা উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত IIFL নামক 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

একটি বেসরকারী সংস্থা থেকে ৩ আনা সোনার জিনিষ বন্ধক রেখে ৬ হাজার টাকা ৠন নিয়েছিলো। অভিযোগ, বৃহস্পতিবার ৠনের টাকা পরিষোধ করে সোনার জিনিষটা আনতে গেলে কতৃপক্ষ জানান উনার সোনার জিনিষটি বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় তসলিমা বেগম নামে জনৈকা মহিলা রাধাকিশোরপুর থানার পুলিশের দ্বারস্থ হয়ে IIFL কতৃপক্ষের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ আনেন। আর এই অভিযোগ পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নামেন। এদিকে এই বিষয়ে IIFL নামক সংস্থার ম্যানেজার বলেন কোনও গ্রাহক টানা 3 মাস যাবত ৠনের টাকা পরিশোধ না করায় রিজার্ভ ব্যাংক এর আইন অনুযায়ী উনাকে বারংবার ফোনে, ম্যাসেজে, বাড়ি গিয়ে জানানো সত্বেও কোন সাড়া না 

দেওয়াই উনার সোনার জিনিষটি বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই ঘটনায় এদিন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সেন্ট্রাল রোড এলাকায়। এদিকে ৠনের টাকা পরিশোধ করে এদিন সোনার জিনিষটি ছাড়িয়ে নিতে এসে কতৃপক্ষের তরফে তা বিক্রি করে দেবার বিষয়টি শুনে হতভম্ব ও বিচলিত হয়ে পড়েন জনৈকা মহিলা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu