ত্রিপুরা রাজ্যে প্রথমবার হেয়ার ট্রান্সপ্লান্টেশন সফলতার সাথে করলেন ডক্টর অনুপ গোস্বামী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৪ জুন

শানিবার

ধর্মনগর প্রতিনিধিঃ এক সময় মানুষকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন এর জন্য ছুটে যেতে হতো ন্যূনতম কলকাতা । একটা বিশাল খরচাখরচ বহন করতে হত। 

এখন অতি সহজে ধর্মনগরেই এ ব্যবস্থা করে দেখালেন ডার্মাটোলজিস্ট ডক্টর অনুপ গোস্বামী । গতকাল অর্থাৎ তেশরা জুন ধর্মনগরের সাকাইবাড়ির হেলথ কেয়ার নার্সিং হোমে সফলতার সাথে এই কাজ করেন ডক্টর গোস্বামী । ৪ঠা জুন দ্বিতীয় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেন । 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য ডক্টর গোস্বামীকে সহায়তা করছেন শিলচর থেকে আসা ডার্মাটোলজিস্ট ডক্টর কিন্নর দাস। মানুষের চুল পড়ার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছিলেন এই দুই চিকিৎসক। অবশেষে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে সফলতার সাথে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেন ।

উল্লেখ্য এই হেলথকেয়ার নার্সিংহোমে অনেক জটিল রোগের শল্যচিকিৎসা সফলতার সাথে চিকিৎসকরা করেছেন। প্রথম যাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয় তার নাম লালডেমি কিমা,জম্পুই এর,দ্বিতীয় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা হয় সঞ্জিব দেবনাথকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu