উওর জেলা ভিওিক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সাত দিবসিয় প্রাথমিক শিক্ষা বর্গের প্রশিক্ষন শিবির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৮ জুন

বুবার 

পানিসাগর প্রতিনিধিঃ ৬ই জুন,উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত শারির শিক্ষন মহা বিদ্যালয়ের ইনডোর হলে অনুষ্ঠিত হয় উওর জেলা ভিওিক রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সাত দিবসিয় 

প্রাথমিক শিক্ষা বর্গের প্রশিক্ষন শিবির।সাত দিবসিয় প্রাথমিক বর্গে শুভ শুচনা লগ্নে উপস্হিত ছিলেন ভারত সেবা শ্রমের সন্যাসী ব্রহ্মচারী মহারাজ,শারির শিক্ষন মহা বিদ্যালয়ের অধ্যক্ষ দেব দুলাল বৈদ্য,রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিভাগ প্রচারক তথা প্রান্ত বৌদ্ধিক অশোক বিশ্বাস,রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের জেলা সংঘ চালক বিবেকানন্দ ভট্টাচার্যি,সাত দিবসিয় বর্গের বর্গাধিকারি ধনন্জয় নাথ,বর্গের কার্য বাহক সাধান নাথ সহ অন্যান্য ব্যাক্তিক্ত বর্গ।

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উক্ত সাথ দিবসীয় প্রাথমিক বর্গের শুভ শুচনা অনুষ্ঠিত হয় বিগত ২৯ শে মে তারিখে।এতে অংশ গ্রহণ করেন উওর জেলার জেলা কার্যকর্তাগন। এছাড়াও অংশ গ্রহণ করে ৭০ জন স্বয়ং সেবক,স্হায়ী শিক্ষক ১৫ জন,স্হায়ী প্রবন্ধক ৩০ জন সহ অস্হায়ী প্রবন্ধক ২০ জন।এতে বৌদ্ধিক,কালাংশ,সত্র,এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিশেষ প্রশিক্ষন প্রদান করা হয়।আজ সকাল সাত ঘটিকায় দিক্ষান্ত সমারোপের মধ্য দিয়ে সমাপ্তির প্রাক মুহুর্তে স্বয়ং সেবকদের নিয়ে পথ সন্চালনের অঙ্গ হিসেবে  একটি সুসজ্জিত রেলী সহযোগে শারির শিক্ষন মহা বিদ্যালয়ের ইনডোর হল থেকে পানিসাগর বাজার পরিক্রমা করে পুনরায় ইনডোর হলে এসে সমাপ্তি হয়। এই মর্মে আজ অন্তিম তথা শেষ লগ্নের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা প্রান্তের প্রচারক শ্রী নিখিল নিভাসকর জি। আজ সকালে সাত ঘটিকায় দিক্ষান্ত সমারোপ 

এর মাধ্যমে উক্ত সাত দিবসিয় বর্গের সমাপ্তি ঘোষনা করা হয়।পরিশেষে উপস্হিত স্বয়ং সেবকদের মধ্যে আহারের জল জোগের মাধ্যমে সত দিবসিয় বর্গের ইতি টানা হয়।এই নিয়ে স্হানীয় সংবাদমাধ্যমকে সাত দিবসিয় বর্গের বিস্তারিত তথ্য তোলে ধরেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের উওর জেলার প্রচার প্রমুখ হারান চন্দ্র দাস মহাশয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu