নেহরু যুব কেন্দ্র এর উদ্যোগে বিশ্ব বাইসাইকেলিং দিবস অনুষ্ঠিত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৩ জুন

শুক্রবার

ধর্মনগর প্রতিনিধিঃ ভারত সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় অধীনস্থ উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্র এর উদ্যোগে আজ ৩ জুন ২০২২ অনুষ্ঠিত হলো 

উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক বিশ্ব বাইসাইকেলিং দিবস। সকাল ছয় ঘটিকায় ধর্মনগর  সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণ  থেকে এক রেলি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অর্ধেন্দু স্মৃতি ভবন প্রাঙ্গণের  সামনে সমাপ্তি হয়। এই বাইসাইকেল রেলির প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য শ্রী কাজল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা যুব ও ক্রীড়া দপ্তর এর উপ অধিকর্তা কমলেন্দু শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত অঞ্জন বর্ধন। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

স্বাগত বক্তব্য রাখেন নেহরু যুব কেন্দ্রের  পক্ষে রণদীপ রুদ্র পাল। এই বাইসাইকেল রেলিতে নেহরু যুব কেন্দ্রের  স্বেচ্ছাসেবক , বিভিন্ন ইয়ুথ ক্লাবের সদস্য, ভারত স্কাউট গাইড এর স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। মূলত অনুষ্ঠানটি আজাদি কা  অমৃত মহোৎসব উপলক্ষে ভারত সরকারের একটি প্রয়াস । যাতে আগামী দিনে সুস্থ সমাজ গঠনে ও জ্বালানী সংকট থেকে মুক্তি পেতে পরিবেশ রক্ষায় সবাই যেন বাইসাইকেল ব্যবহার করে। অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা  সমাজের প্রতিটি 

অংশের নাগরিককে সাইকেলের ব্যবহারের জন্য আহবান করেন। পাশাপাশি অতিথিরাও বাইসাইকেল রেলিতে অংশগ্রহণ করেন । এছাড়াও ব্লক স্তরে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে বাইসাইকেল রেলি অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu