পানিসাগর মহকুমার সি,পি,আই,এম, কার্যালয়ের তথ্য সংগ্রহ সভা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৩ জুন

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার সি,পি,আই,এম, কার্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় রাজ্যের বিরোধী দলীয় নেতা কতৃক  রাজ্য জোরে তথ্য সংগ্রহ সভা।

এতে সভাপতিত্ব করেন পানিসাগর সি,পি,আই,এম,মহকুমা কমিটির সদস্য রসময় নাথ মহাশয়।এছাড়াও মন্চে উপবিষ্ট ছিলেন রাজ্যে বিরোধী দলীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মহাশয়,প্রাক্তন ক্রীড়া মন্ত্রী শহীদ চৌধুরী,বিধায়িকা বিজিতা নাথ,রতন ভৌমিক,ইসলাম উদ্দিন,মফস্বর আলি সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা।উক্ত তথ্য সংগ্রহ সভায় নিজ নিজ মহকুমা তথা পানিসাগর নগর পন্চায়েত  এলাকার হয়ে প্রতিনিধিরা এলাকার বিভিন্ন ধরনের সমস্যার তথ্য ভিওিক আলোচনা রাখেন।এতে পানিসাগর, দামছড়া এবং পানিসাগর নগর পন্চায়েত এলাকার হয়ে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রতিনিধিরা একে একে তথ্য ভিওিক আলোচনা রাখেন।প্রতিনিধিদের আলোচনা শেষে যুক্তিকতা নিয়ে সবিস্তারে আলোচনা রাখেন বিরোধী দলীয় নেতা মানিক সরকার মহুদয়।তিনি আলোচনা রাখতে গিয়ে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ধরনের বন্চনার বিষয় উল্লেখ করেন।পাশাপাশি রাজ্যে গনতন্ত্রকে দিন কে দিন গলা টিপে হত্যাকরা হচ্ছে বলে আক্রমনাত্মক ভাষায় শাসকদের বিদ্ধ করলেন।মিস কলে চাকুরী,বছরে পন্চাস হাজার চকুরী,শ্রমিক দের সাথে রেগার মজুরি সহ শ্রমদিবস নিয়ে কেলেন্কারির তীব্র সমালোচনা করেন।বর্তমান সরকারকে লম্পট এবং প্রতারক সরকার হিসেবে কটাক্ক করলেন মানিক সরকার।সদ্য মুখ্যমন্ত্রী বদলের বিষয়টি নিয়ে তিনি উল্লেখ করেন,এটা বর্তমান বি,জে,পি,সরকারের চরম ব্যার্থতায় প্রতিফলন।নয়তুবা বিগত বাম আমলে প্রয়াত মুখ্যমন্ত্রী দশরথ দেবের শাসন কালে অসুস্হতা জনিত কারনে একটা সময় দশরথ দেব নিজে থকেই মুখ্যমন্ত্রীত্ব থেকে অব্যাহতি চাইছিলেন।কিন্ত দলীয় সমর্থকেরা তাকে চিকিৎসা জনিত কারনে কিছুটা সময়ের জন্য সাময়িক অব্যাহতি দিলেও মুখ্যমন্ত্রীত্ব থেকে অব্যাহতি দেয় নি।অথচ বর্তমান মুখ্যমন্ত্রী কে মাএ হাতে গুনা কয়েকটি মাস পুর্বে বিধানসভা নির্বাচনের প্রক্কালে মুখ্যমন্ত্রীত্ব থেকে সরিয়ে শাসক দল বি,জে,পি,এখন লেজে গোবরে একাকার হয়ে গেছে।আজকেই এই তথ্য সংগ্রহ সভায় বাম সমর্থকদের উপস্থিত ছিলো  শাসক দল বি,জে,পি,এর কাছে বড়ো একটা চ্যালেঞ্জ বলে আশা ব্যাক্ত করেন মঞ্চে উপবিষ্ট নেতৃত্বরা।বাম পরিষদীয় নেতৃত্বরা স্বীকার করেন যে,আজ থেকেই  রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘন্টের পুর্বে বিরোধী দলের সংগ্রামী পথ চলা শুরু হয়ে গেছে।বিরোধী দলের এই ধরনের জমায়েত বর্তমান শাসক দল বি,জে,পি,এর রাতের ঘুম কেড়ে নেবে বলেও স্বীকার করেন।পরিশেষে তথ্য সংগ্রহের নিরিখে বিরোধী দলীয় নেতা মানিক সরকারের বিস্তারিত আলোচনার মাধ্যমে সভার কাজ সমাপ্তি করা হয়।যানা গেছে পানিসাগর থেকে চলে যাবেন কান্চনপুরে।সেখান থেকে তথ্য সংগ্রহ সভায় যোগদান করে পরবর্তীতে চলে আসবেন ধর্মনগরে।

আগামী কাল ধর্মনগরে তথ্য সংগ্রহ সভা শেষে গেটা উওর জেলার বিভিন্ন মহকুমা সহ নগর ও পুর পরিষদ এলাকার জনগনের সুবিধা অসুবিধার বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে জেলা সমাহর্তার নিকট একটি স্মারক লিপি প্রেরন করা হবে।এই ধরনের কর্মসূচি এক জোগে গোটা রাজ্য জোরে সি,পি,আই,এম,দলের পক্ষ থেকে অব্যাহত রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu