আবারো ভয়াভয় যান দূর্ঘটনায় কেড়ে নিল একটি তরতাজা প্রান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৩ জুন

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ  আবারো ভয়াভয় যান দূর্ঘটনায় কেড়ে নিল একটি তরতাজা প্রান।ঘটনার বিবরনে যানা যায় যে,উওর জেলার পানিসাগর 

মহকুমার অন্তর্গত আসাম আগরতলা জাতীয় সড়কের নোয়াগাং এ,ডি,সি,ভিলেজের অন্তর্গত বালিধুম এলাকায় চুড়াইবাড়ির দিক থেকে আসা এন,এল,০১ এল,৩০৮৩ নম্বরের বারো চাকার রড় বোঝাই লড়ি এবং পানিসাগরের দিক থেকে আসা এ,এস,১১ ডি,সি,৭৮২২ নম্বরের একটি কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্হলেই মারাত্মক যখম প্রাপ্ত হয় কন্টেইনার গাড়িটি।দূর্ঘটনার মাএা এতই প্রবল ছিলো যে,ঘটনা স্হলেই কন্টেইনার গাড়িতে থাকা চালক গাড়িটির দুমড়ে মুচড়ে যাওয়া কেবিনে আটকা পড়ে এবং ঘটনা স্হলেই মৃত্যুর কোলে ডলে পড়ে।যানা গেছে কন্টেইনার গাড়ি চালকের নাম আব্দু রহিম চৌধুরী,পিতা- আব্দুল রসিদ চৌধুরী,বাড়ি আসামের কাচার জেলার লক্ষিপুর থানার 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

অন্তর্গত চানপুর পি,টি,টুতে।ঘটনার পর পরই স্হানীয় এলাকা বাসিদের তৎপরতায় খবর পাটানো হয় পানিসাগর ফায়ার সার্ভিস ও আরক্ষা প্রশাসনে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দূর্ঘটনা স্হলে পৌছায় এবং সজ্ঞাহীন অবস্হায় কন্টেইনার লড়ি চালকে নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডঃপ্রনবেশ চক্রবর্তী তাকে মৃত বলে ঘোষনা করেন।যানা গেছে বীপরিত দিক থেকে আসা বারো চাকার লড়ি চালকের  নাম দিপক দাস,পিতা- মনোরন্জন দাস,বাড়ি উদয়পুরের মহারানি এলাকায় এবং সহ চালক শান্তি বিশ্বাস,পিতা- মৃত সুধীর বিশ্বাস,বাড়ি বোধজং নগর থানার অন্তর্গত কাশিপুর লালমাঠিয়া এলাকার বাসিন্দা।যদিও বারো চাকার লড়ি চালক অল্প বিস্তর আঘাত প্রাপ্ত হয়।সহচালক সম্পুর্ন অক্ষত অবস্হায় রয়েছে।ঘটনার খবর পেয়ে দূর্ঘটনা স্হলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।বারো চাকার লড়ি চালক জানায় দূর্ঘটনাটি ঘটে ভোর আনুমানিক সাড়ে পাঁচ টা নাগাদ।সে জানায় কন্টেইনার গাড়িটি প্রচন্ড গতিতে বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বারো চাকার লড়িটিকে সামনা সামনি আঘাত করে।ধারনা করা হচ্ছে কন্টেইনার লড়ি চালক ভোর বেলাতে গাড়ি চালাতে গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এই দূর্ঘটনার কবলে পড়ে।

তবে এলাকা বাসিরা জানায় বারো চাকার লড়িটি প্রানপন চেষ্টা করে কন্টেইনার গাড়িটিকে বাঁচাতে।কিন্ত শেষ রক্ষা করতে পারেনি।পানিসাগর পুলিশ জানায় মৃত চালকের দেহ পানিসাগর মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের হাতে তোলে দেওয়া হবে।এই নিয়ে একটি দূর্ঘটনা জনিত মামলা নিয়ে পানিসাগর থানার পুলিশ তদন্ত কার্য অব্যাহত রেখে চলেছে।সাত সকালে দূর্ঘটনা জনিত মৃত্যুর কারনে গোটা পানিসাগর মহকুমা জোরে শোকের ছায়া বিরাজ করছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu