সবুজ ত্রিপুরা
১৬ জুন
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ পানীয় জলের সমস্যায় ভোগছেন এলাকাবাসী। দীর্ঘ বছর ধরে পানীয় জলের জন্ত্রনায় জর্জরিত সমস্যা নিরসনের উদ্যোগ নেই এমনই অভিযোগ এলাকাবাসীর।
ঘটনা মুংগিয়াকামি ব্লকের আঠারোমুড়া এ ডি সি ভিলেজের ৪৭ মাইল এলাকার মনিজয় রিয়াং পাড়া ।এলাকাটি মূলতঃ রিয়াং জনজাতিদের বসবাস হলেও অধিকাংশ জুমচাষী। এলাকাটিতে বর্তমানে পাণীয় জলের সমস্যা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। কিছু কিছু জায়গায় পাইপ লাইনের মাধ্যমে জলের পৌছানো হয়েছিল। কিন্তু সেগুলো বর্তমানে নাথাকার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মত অবস্থায় পরিনত। এখন একমাত্র ভরসা ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে যে জল সববরাহ করা হয় সেই জল। অভিযোগ ডি ডাব্লিউ এস দপ্তরের তরফে নিয়মিত জল সরবরাহ করা হয় না।এলাকার মহিলাদের অভিযোগ একদিন জল দিলে দু তিন
দিন জল পৌছায় না এলাকায়। তাও পরিমানে তাদের সংকুলান হচ্ছেনা। অগত্বা বাধ্য হয়ে এলাকার গিরিবাসীরা ছড়ার জল কিংবা পাহাড়ের গা চুসে পরা জল দিয়েই দিনের প্রয়োজন মেটাচ্ছে। এলাকবাসীর তরফে দাবি উঠছে অতিদ্রুত তাদের জলের সমস্যার স্থানীয় সমাধানের যেন ব্যবস্থা করে দেয়াহয়।
0 মন্তব্যসমূহ