হেলথ কিউর নার্সিংহোম এর উদ্যোগে আগামী ২৬শে জুন গাইনোকলজিক্যাল সার্জিক্যাল শিবির হতে চলেছে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৬ জুন

মঙ্গলবার

ধর্মনগর প্রতিনিধিঃ  আগামী ২৬ শে জুন হেলথ কিওর নার্সিং হোম এবং ডক্টর সুমিত দাসের উদ্যোগে ধর্মনগরের সাকাইবাড়ির হেলথ কিউর নার্সিংহোমে একদিনের শিবির হতে চলেছে । 

এই শিবিরে উত্তর ও উনকোটি জেলার স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ছাড়া ও আগরতলা থেকে কয়েকজন বিশিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার যোগদান করবেন । রয়েছেন আগরতলার ডঃ মাহিবুল রহমান । ম্যানেজমেন্ট কমিটির পক্ষে সমীর দেব ও সৈফউদ্দিন জানান 7640057761 নম্বরের একটি টোল ফ্রি যোগাযোগের মাধ্যম 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রয়েছে যার মাধ্যমে রোগীরা তাদের নাম নথিভুক্ত করতে হবে । এই শিবিরের মূল উদ্দেশ্য হচ্ছে অনেক দুস্ত রোগী রয়েছে যারা শল্যচিকিৎসার জন্য স্ত্রীরোগ জনিত সমস্যায় ভুগছে,কিন্তু টাকার অভাবে করাতে পারছে না। তাদেরকে এই শিবিরে বিনামূল্যে শল্যচিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া হবে । তবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে ডক্টর সুমিত দাস জানান অতিসত্বর যাতে আগ্রহী রোগীরা টোল ফ্রি নাম্বার যোগাযোগ করে নাম নথিভুক্ত করে । এই শিবিরকে সাফল্যমন্ডিত করে তুলতে উত্তর জেলার সরকারি এবং বেসরকারি ডাক্তাররা 

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জেলার গাইনোকোলজি সমস্যায় জর্জরিত রোগীদের কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন করা হচ্ছে যাতে যাদের সঠিক অর্থের সংস্থান নেই,তারাও এই শিবিরে শল্য চিকিৎসার মাধ্যমে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu