করিমগঞ্জে অটোরিকশার উপরে গাছ পড়ে মর্মা‌ন্তিক মৃত্যু চাল‌কের-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৬ জুন

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ  আসামের করিমগঞ্জে অটো রিক্সার উপর গাছ ‌ভে‌ঙ্গে পড়ে অকুস্থ‌লেই মর্মা‌ন্তিক মৃত‌্যু হল এক হতভাগ‌্য অটো চালকের।

তার নাম আজহার উদ্দিন।বা‌ড়ি নিলামবাজা‌রে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহরের মধ্য প্রধান সড়কে। অতিরিক্ত বৃষ্টিতে 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বুধবার করিমগঞ্জেও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়।এ‌দিন বিকেলে করিমগঞ্জে ঝড়ের সঙ্গে বৃষ্টিও নে‌মে আ‌সে।

এ সম‌য়ে করিমগঞ্জের আই সি আই সি আই ব্যাঙ্কের সামনে একটি অটোরিকশার ওপরে একটি বিশাল গাছ ভে‌ঙ্গে পড়লে দুর্ঘটনা‌টি ঘ‌টে। প‌রে পু‌লিশ তদ‌ন্তে নে‌মে মৃত‌দেহ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য হাসপাতা‌লে প্রেরন ক‌রে‌ছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu