সবুজ ত্রিপুরা
২৯ জুন
বুধবার
ধর্মনগর প্রতিনিধিঃ শনিবার ধর্মনগরের পদ্মপুরের শিব গোরক্ষনাথ মন্দিরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মন্দিরের সভাপতি ঋষিকেশ নাথ,সহ-সভাপতি সীতেশ নাথ,
এডভোকেট স্বপন নাথ,রঞ্জিত নাথ সম্পাদক হিল্লোল দেবনাথ সহ মন্দিরের অন্যান্য সদস্যরা । মন্দিরের পক্ষে সভাপতি ঋষিকেশ নাথ বলেন নাথ দের ক্ষেত্রে বিভিন্ন পত্রপত্রিকায় এবং চ্যানেলে সমাধির পরিবর্তে কবর বলা হচ্ছে ,তার তীব্র প্রতিবাদ জানায় গোরক্ষনাথ মন্দির কর্তৃপক্ষ। যদি পাগলা মাসির ক্ষেত্রে সমাধি বলা হয়,তবে নাথদের ক্ষেত্রে সমাধি না বলে
কেন কবর বলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন । মোনাজাত আর প্রার্থনা যেমন এক নয়,তেমনি নিকা আর বিবাহ এক নয়। একসময় হিন্দু সমাজের একাংশ ইচ্ছাকৃতভাবে নাথ যোগীদের অন্য একটা ধর্মালম্বী সম্প্রদায়ের দিকে ঠেলে দিয়েছিল । বিদেশি লেখকদের ভাষায় সমাধি কি, সঠিকভাবে বর্ণনা করা হলেও আমরা ভারতীয়রা অনেকেই সমাধি এবং কবরের মধ্যে পার্থক্য নিরূপণ করতে ব্যর্থ হই । কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নাথ সম্প্রদায় কে হেয় প্রতিপন্ন করার জন্য সমাধির পরিবর্তে কবর বলে বর্ণনা করে চলেছে । বারবার নাথ যোগীদের ক্ষেত্রে সমাধি কে কবর বলে প্রচার করা হচ্ছে । যদি তা ভুলবশত হয়
তবে মার্জনীয় । কিন্তু যদি ইচ্ছাকৃতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয় তবে নাথ সম্প্রদায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। কাউকে হেয় প্রতিপন্ন না করে সত্য জিনিসটা তুলে ধরার জন্য আহ্বান জানান মন্দির কমিটির সভাপতি ঋষিকেশ নাথ ।
0 মন্তব্যসমূহ