সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৪ তম জন্ম জয়ন্তী উৎসব যথাযথ মর্যাদায় পালন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ জুন

বুবার

বক্সনগর প্রতিনিধিঃ শনিবার অনুষ্ঠিত হলো সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৪ তম জন্ম জয়ন্তী উৎসব গোটা রাজ্যের পাশাপাশি 

সোনামুড়া তেও যথাযথ মর্যাদায় পালন করা হয় বঙ্কিমচন্দ্রের জন্মদিনটিকে. সোনামুড়া তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং গ্রামতুলি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গ্রামতলী কমিউনিটি হলে পালন করা হয় বঙ্কিমচন্দ্রের জন্ম দিবস অনুষ্ঠান. উপস্থিত ছিলেন সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় অধ্যক্ষ উদয়নারায়ন অধিকারী. তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস মোহনভোগ পঞ্চায়েত সমিতির জিতেন্দ্র দাস বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ দাস এবং দেবব্রত ভট্টাচার্য সোনামুড়া 

পঞ্চায়েতের কমিশনার জবা দে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পঞ্চায়েত প্রধান বাদল দত্ত. উক্ত অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উদয়নারায়ন অধিকারী বলেন. বঙ্কিমচন্দ্রের জন্ম দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আঁকো সহ বঙ্কিমচন্দ্রের জীবনের উপর আলোচনা যে প্রতিযোগিতা হয় কচিকাঁচাদের নিয়ে সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে. 

শহর থেকেই ধরনের অনুষ্ঠান কে গ্রামের মধ্যে ছরি দেয়া হলো মূল লক্ষ্য এমনটাই বলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস. এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় |

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu