বক্সনগর টাউন হলের বেহালদশা সংস্কারের উদ্যোগ নেই ,ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ জুন

বুবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমার বক্সনগর ব্লকের অন্তর্গত বক্সনগর এর একমাত্র টাউন হল সমর স্মৃতি মিলনায়তন হলটি গত দুই, তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অযত্ন-অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ময়লা-আবর্জনার 

ভাগাড় আর মাদক সেবনের আড্ডাখানায় পরিণত হয়েছে হলটির মাঠসহ চারিদিক। দীর্ঘ দুই তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কার ও রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা না নেয়ায় এই হলটি দিন দিন বেহাল অবস্থায় পরিণত হচ্ছে। এই হল টির দরজা-জানালা এমন কি সিলিং গুলো ছোটে পড়ার মতো অবস্থা হয়ে আছে। এদিকে এই হলটি ভেঙে নতুন করে অথবা অতি দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী । বক্সনগর এলাকাবাসী সূত্রে জানা যা ২৩ শে ডিসেম্বর ২০০২ সালে টাউন হলটি মাননীয় সাংসদ শ্রী খগেন দাসের হাত ধরে দ্বারোদঘাটন করা হয়। নির্মাণের পর থেকেই এই হলটি বাম আমলে কয়েকবার রিপেয়ারিং করা হয় । 

সরেজমিনে সংবাদ প্রতিনিধির একটি দল পরিদর্শন করে দেখা গেছে, টাউন হল ভবনটিতে দরজা-জানালা এবং ভেতরের অবস্থা খুবই খারাপ। পুরো ভবনের প্রায় সব কক্ষজুড়েই পোকামাকড়ের মল-মূত্র আর ময়লা-আবর্জনার গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আর একটু বৃষ্টি হলে বৃষ্টির জল টাউন হলের ভেতরে ঢুকে অবস্থা আরো শোচনীয় করে তোলে । এমনকি হলের ভেতরে ঢুকলে ময়লা-আবর্জনার পাশাপাশি মাদকের গন্ধ বেরিয়ে আসছে। ভবনের বাইরের চারপাশের দেয়ালে শ্যাওলা ও বিভিন্ন গাছ জন্মেছে। প্রায় অনেক শতাংশ জমির ওপর নির্মিত এই ভবনটি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। মনে হচ্ছে আর কিছুদিন পেরিয়ে গেলে হয়তো পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে যাবে।টাউন হলের সামনে ফাঁকা জায়গায় মাঝেমধ্যে গাড়ি স্ট্যান্ড করছে। সন্ধ্যা হলে বিভিন্ন শ্রমিকরা সেখানে তাস খেলা এবং নেশা করার জন্য ছুটে যান। কারণ জায়গাটা নির্জন এবং টাউনহলের মাঠের গেইট খোলা থাকে ২৪ ঘন্টা।তাই তারা অবসর সময়ে এখানে আড্ডা দেন বলে তারা জানান।স্থানীয় বাসিন্দা কয়েকজন এর সাথে কথা বলে জানা যায় মাত্র ২০ বছরে টাউন হলটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়াছে দিন দিন কারণ শুধু রক্ষণাবেক্ষণের অভাবে । এই টাউন হল তৈরির পর বিভিন্ন অনুষ্ঠানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এই টাউন হলে। কিন্তু এখন তেমন সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করা যাচ্ছে না। তবে মাঝেমধ্যে রাজনৈতিক কিছু অনুষ্ঠান লক্ষ্য করা যায় । দূরদূরান্ত থেকে রাজনৈতিক নেতৃত্বরা এই টাউন হলে এসে গন্ধ আবর্জনার মধ্যেই কোন রকমে 

অনুষ্ঠান সমাপ্ত করে চলে যান ।কারণ ময়লা আবর্জনা এবং মাদকের গন্ধের কারণে হলে বসা এবং থাকার মত কোনো পরিস্থিতি নেই । এলাকাবাসী জোরালো দাবি করছেন অতিসত্বর এই হলটি সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন যাতে করা হয় । এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করেন।সেদিকে তাকিয়ে আছে গোটা বক্সনগর এলাকাবাসী ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu