অভিনব কায়দায় গাঁজা নিয়ে যাওয়ার সময় আটক সাত মহিলাসহ এক পুরুষ পাচারকারী-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ জুন

বুবার

কদমতলা প্রতিনিধিঃ  অভিনব কায়দায় ত্রিপুরা থেকে পশ্চিমবাংলায় গাঁজা নিয়ে যাওয়ার সময় বাঘবাসা পুলিশের হাতে আটক সাত মহিলাসহ 

এক পুরুষ পাচারকারী। ঘটনা মঙ্গলবার বিকেলে । সকালে আগরতলা থেকে ধর্মনগর গামী ট্রেনে করে ধর্মনগর রেল স্টেশনে নেমে সেখান থেকে অন্য ব্যাটারি চালিত গাড়ি টুকটুকে করে ত্রিপুরা সীমান্ত পাড়ি দেওয়ার জন্য আসছিল বাগবাসার দিকে। 

তখন ফাঁড়ির পুলিশ কর্তব্যরত অবস্থায় সন্দেহজনক ভাবে তাদের তল্লাশি করতেই মহিলা পাচারকারীদের ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাদের থানায় নিয়ে গিয়ে সম্পূর্ণ তল্লাশি করতেই আটজনের ব্যাগ থেকে ২৪ প্যাকেট অর্থাৎ প্রায় ঊনষাট কেজি শুকনো গাঁজা  বেরিয়ে আসে। যার কালোবাজারি মূল্য প্রায় ছয় লক্ষ টাকা বলে জানা যায়। এদিকে ধৃত এই মহিলা পাচারকারীদের নাম পম্পা রানী দাস, টুম্পা দাস, সুষমা সারকি, কাঞ্চন সাহানি, পিংকি সাহানি, সুভা মাহাতো ও রাম্বা 

মাহাতো এবং একমাত্র পুরুষ পাচারকারী আশিষ দাস। তাদের প্রত্যেকের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। দেখা গিয়েছে এখন অর্থের লোভে মহিলা পাচারকারীরাও গাঁজা পাচারে সিদ্ধহস্ত। পুলিশ তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে নিজেদের হেফাজতে রেখেছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu