সবুজ ত্রিপুরা
২৮ জুন
মঙ্গলবার
উদয়পুর প্রতিনিধিঃ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৪ তম জন্ম বার্ষিকী উদযাপনের অঙ্গ হিসাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর, গোমতি জেলা পরিষদ এবং উদয়পুর পৌর পরিষদের সহযোগিতায় রাজ্য ভিত্তিক
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। এইদিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, রতন বিশ্বাস অধিকর্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার , জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস , মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, গবেষক, শিক্ষাবিদ ডক্টর আশিস কুমার বৈদ্য তাছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের
চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ বিশিষ্ট গুণীজনরা এদিন উপস্থিত ছিলেন। তাছাড়া বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রী এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান শিল্পীরাও সেখানে উপস্থিত ছিলেন। প্রথমেই তথ্য ও সংস্কৃতি দপ্তর এর শিল্পীদের কন্ঠে "বন্দেমাতরম" সংগীত এর মধ্য দিয়ে এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এই দিন মঞ্চে উপস্থিত সকলেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে আলাপচারিতা আলোচনা করেন যাতে করে কোমলমতি ছাত্র ছাত্রীরা এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কিছু জীবন
কাহিনী জানতে পারে। তাছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম বার্ষিকী উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতায় যারা প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদের সকলকেই সংবর্ধনা দেওয়া হয়। এই দিনের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ