চিপ মিনিস্টার মডেল ভিলেজ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি -Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ জুন

বুবার

ধর্মনগর প্রতিনিধিঃ ২৯ জুন বুধবার সকাল ১১ ঘটিকায় আলগাপুর  গ্রাম প্রধান কৃপাসিন্ধু শুক্ল বৈদ 

এর  চেষ্টায়  আলগাপুর গ্রামবাসীর মিলে আলগাপুরে  চিপ মিনিস্টার মডেল ভিলেজ এর উদ্যোগে আলগাপুর গ্রামকে মডেল ভিলেজ বানানোর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  ত্রিপুরা বিধানসভার 

উপাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় ঘোষণা করেছিলেন আলগাপুর একটি আদর্শ গ্রাম তারি অঙ্গ হিসাবে আজকে আলগাপুর গ্রামবাসীরা সবাই মিলে আলগাপুর গ্রামের বিভিন্ন রাস্তার পাশে ৪৩০ টি বৃক্ষ চারা রুপন করা  হয় ।  

আলগাপুর পঞ্চায়েত গ্রামবাসীর আশাবাদী আলগাপুকে যে ক্লিন আলগাপুর গ্রীন আলগাপুর বানাতে পারবেন। আজকের এহেন বৃক্ষরোপন অনুষ্ঠান কে সাধুবাদ জানিয়েছেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu