তৃণমূল কংগ্রেসকে বাড়তি অক্সিজেন দিতে শেষ মুহূর্তের প্রচারে কলকাতা থেকে যুবরাজনগরে সৌগত রায় এবং মানষ ভূঁইয়া-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২১ জুন

মঙ্গলবার

ধর্মনগর  প্রতিনিধিঃ ২৩শে জুন রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। 

প্রচার লগ্নের শেষ বেলায় সোমবার বিকেলে তিলথৈ মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার মৃণাল চন্দ্র দেবনাথ এর পক্ষে প্রচারে আসেন পশ্চিমবঙ্গের পোড় খাওয়া দুই নেতা সৌগত রায় এবং মানস ভুঁইয়া ।শেষ মুহূর্তে তৃণমূল কর্মীদের অক্সিজেন দিতে 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

যুবরাজনগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতারা ঝাঁপিয়ে পড়েছে । শাসক দল বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেস কে ই নির্বাচনী প্রচারে যথেষ্ট দমকা হাওয়া সহ দেখা গেল । পশ্চিমবঙ্গের দুই নেতার বক্তব্যে উঠে আসলো রাজ্যের চার বছরের বিজেপি সরকারের ব্যর্থতার কাহিনী । তারা বিপ্লব কুমার দেব কে একজন অযোগ্য নেতা হিসেবে পরিগণিত করেন। তাদের কথায় রাজ্যে ২০১৮ তে বিধানসভা নির্বাচনের আগে ভিশন ডকুমেন্ট হিসেবে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কিছুই পূরণ হয়নি । মানুষকে ভাওতাবাজি দেখিয়ে শুধুমাত্র বাইক বাহিনী ও হেলমেট বাহিনীর উপর নির্ভর করে এই সরকার চার বছর অতিক্রম করেছে । মানুষের 

স্বার্থে রাজ্যের উন্নয়নের স্বার্থে কোন কাজই এরা করেনি । তাই পশ্চিমবঙ্গের মত ছোট রাজ্য ত্রিপুরার উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একান্ত প্রয়োজন হয়ে পড়েছে ।  উপনির্বাচনে মৃণাল কান্তি দেবনাথকে ভোট দিয়ে বিধানসভায় পাঠানোর আহ্বান জানান তারা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu