বি.এস.এফ তেলিয়ামুড়া ৮০ ও ১১৯ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে ৮'ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২১ জুন

মঙ্গলবার

তেলিয়ামুড়া  প্রতিনিধিঃ  বি.এস.এফ তেলিয়ামুড়া ৮০ ও ১১৯ নং ব্যাটেলিয়ানের  উদ্যোগে খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেড কোয়ার্টারে ৮'ম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় মহা-সারম্বরে মঙ্গলবার। 

এদিনের এই অনুষ্ঠানে খাসিয়ামঙ্গল স্থিত সেক্টর হেড কোয়ার্টারে আধিকারিক সহ জওয়ানরা এবং পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তা'র সহিত অংশগ্রহণ করেন। এদিনের এই যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া সেক্টর হেড কোয়ার্টারের ডি.আই.জি সুশীল কুমার, ৮০নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট দেবরত নেগী, সেক্টর কমান্ডেন্ট তেলিয়ামুড়া অজিত কুমার পি সহ ১১৯ নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট সূরজ সিং নেগী সহ অন্যান্য আধিকারিক'রা। এদিনের এই অনুষ্ঠানে আলোচনা 

                                            হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রাখতে গিয়ে ডি.আই.জি সুশীল কুমার যোগ দিবসের তাৎপর্য তা নিয়ে আলোচনা রাখেন।অপরদিকে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের পেক্ষাগৃহে  "YOGA FOR HUMANITY" এই শ্লোগান'কে সামনে রেখে খোয়াই জেলা যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে পালিত হয় যথাযোগ্য মর্যাদায়।  এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ পৌর পিতা রূপক সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য 

বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় নিজ প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন, আজ থেকে ৮বছর পূর্বে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোগ দিবসের সূচনা করেছিলেন এবং বিশ্বের সব রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। মন'কে ভালো রাখতে মেডিটেশন  এবং শরীর'কে ভালো রাখতে যোগার গুরুত্ব অপরিসীম। তাই সকলকে যোগাভ্যাস করার জন্য এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বান জানিয়েছেন বিধায়িকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu