বিচারাধীন বন্দীর রহস্যজনক মৃত্যু-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৮ জুন

বুবার 

ধর্মনগর প্রতিনিধিঃ উত্তরজেলার ধর্মনগর সাব জেলে এক বিচারাধীন বন্দীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে ধর্মনগরে। ঘটনা শনিবার মধ্য রাতে। 

মৃতের নাম মিন্টু মিয়া, বাড়ি উত্তর জেলার পানিসাগর থানা এলাকায়। এনডিপিএস মামলায় বিচারাধীন বন্দী ছিল মিন্টু মিয়া। বিগত কয়েকমাস ধরে আগরতলা সেন্ট্রাল জেলে ছিল সে। গত দুই জুন কোর্টে হাজির করার জন্য তাকে আগরতলা থেকে 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ধর্মনগরে আনা হয় বলে প্রাপ্ত খবরে জানা গেছে। কোর্টে শুনানি শেষে তাকে রাখা হয়েছিল ধর্মনগর সাব জেলে। শনিবার রাতে মিন্টু মিয়াঁর নাকি বুকে ব্যথা অনুভব করায় তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় ধর্মনগরে উত্তর জেলা হাসপাতালে। সেখানেই ১টা ৩৮ মিনিটে মৃত্যু হয় মিন্টু মিয়াঁর বলেজানান জেল কর্তৃপক্ষ। এদিকে মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের অভিযোগ মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে ধর্মনগর মহকুমা শাসকের 

কার্যালয় থেকে একজন আধিকারিক ও ছুটে যান হাসপাতালে। মৃতের পরিবার এই ঘটনায় তদন্তের দাবি করছে। এদিকে এই  মৃত্যুর ঘটনার কতটুকু সুষ্ট তদন্ত হবে কারন জেলে ভেতরই বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে, আসল রহস্য কি বেড়িয়ে আসবে? এখন এটাই প্রশ্ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu