রেড বুল পাচার করতে গিয়ে বিএসএফের ছোড়া গুলিতে আহত এক যুবক-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৮ জুন

বুবার 

বক্সনগর প্রতিনিধিঃ জানা যায় ভারত থেকে বাংলাদেশে রেডবুল পাচার করতে গিয়ে বিএসএফের ৩৩ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ এর হাতে মধ্যবয়সী 

যুবক বিল্লাল মিয়া আহত। খবর সূত্রে জানা যায়,  সোনামুড়া মহাকুমার এন সিনগর বাসিন্দা বিল্লাল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন পাচার বাণিজ্যের সাথে যোগসাজশ ছিল। এন সি নগর BOP র ৩৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফের চোখে ধুলো দিয়ে এই পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছিল। কথায় বলে চোরের দশ দিন  আর গৃহস্তের একদিন, কথাটি যেন করায় গন্টায় মিলে গেল এই ঘটনার সাথে। দীর্ঘদিন ধরেই এনসি নগর 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বর্ডার এলাকা দিয়ে বিভিন্ন রকম কসমেটিকের স্মাগলিং হচ্ছিল, এনসি নগরের BOP র ৩৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা কোন প্রকারেই লাগাম টেনে আনতে পারছিল না। অবশেষে আজ সন্ধ্যা আটটা নাগাদ কিছু পাচারকারী কিছু পাচার সামগ্রী নিয়ে এনসি নগরে এক নাম্বার চেকপোস্ট ক্রস করে বাংলাদেশ যাওয়া চেষ্টা করছিল, তেমন সময় ডিউটিতে থাকা কর্তব্যরত বিএসএফ ওই পাচারকারীদের দেখে তাদের পিছনে ধাওয়া করে, তাদের কে হাতেনাতে ধরতে না পেরে বাধ্য হয়ে ওই পাচারকারীর পায়ে ছড়া বন্দুকের গুলি দিয়ে আহত করে, এতে ঘটনাস্থলে আহত হয় বিল্লাল নামে এক যুবক, আর বাকি পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। অবশেষে এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফ এর হাত থেকে উদ্ধার করে সোনামুড়া 

প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিল্লালকে নিয়ে আসা হয়। কর্মরত চিকিৎসক ডক্টর অনন্দিতা কর্মকার প্রাথমিক ভাবে চিকিৎসা করে, এমনকি  অবস্থা আশংকাজনক হওয়ায় বিল্লালকে সোনামুড়া হসপিটাল থেকে আগরতলা জিবি হসপিটাল রেফার করেন।পুরো ঘটনাকে কেন্দ্র করে পাচারকারি দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu