সবুজ ত্রিপুরা
২০ মে
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ টানা কিছুদিনের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এবং ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত তেলিয়ামুড়া এলাকার জনজীবন।
এমনই দৃশ্য প্রত্যক্ষ করা গেল শুক্রবার তেলিয়ামুড়া মহকুমার খাসিয়ামঙ্গল এলাকায় গিয়ে।সংবাদে প্রকাশ, বিগত কিছু দিনের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয় সাধারণ মানুষজন দের। খাসিয়ামঙ্গল এলাকায় কাল
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বৈশাখী ঝরের তাণ্ডবে বৈদ্যুতিক খুঁটি এবং গাছপালা ভেঙে খাসিয়া মঙ্গল এলাকায় তেলিয়ামুড়া-আম্পি সড়কের ওপর পরে। ফলে স্তব্ধ হয়ে পড়ে তেলিয়ামুড়া-আম্পি সড়কের যান চলাচল। খাসিয়া মঙ্গল এলাকার বেশ কয়েকটি বাড়িঘরও কালবৈশাখীর প্রভাবে ভেঙ্গে তছনছ হয়ে যায়। কালবৈশাখীর তাণ্ডবে বসত ঘর ভেঙে মৃত্যু হয় গবাদিপশুরও।
পরবর্তীতে দীর্ঘ সময় পর শুক্রবার দুপুর নাগাদ প্রশাসনের প্রচেষ্টায় ঝড়ে ভেঙে পড়া গাছ-পালা গুলোকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়।কালবৈশাখীর তান্ডবে একপ্রকার আতঙ্ক বিরাজ করছে স্থানীয় এলাকার জনমনে।
0 মন্তব্যসমূহ