টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফলানো বিভিন্ন ধরনের শাক সব্জি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ মে

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফলানো বিভিন্ন ধরনের শাক সব্জি। ঘটনা তেলিয়ামুড়া মহকুমা 

কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘরিয়া এলাকায়।সংবাদে জানা যায়,, তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীনে বাইশঘড়িয়া এলাকায় প্রায় তিনশ'টি  কৃষক পরিবার রয়েছে। ওই এলাকার ৯০ শতাংশ পরিবারই কৃষির উপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে। উল্লেখ্য, ওই বাইশঘড়িয়া কৃষি ক্ষেত থেকে উৎপাদিত সব্জি ত্রিপুরা রাজ্য সহ বহিঃ রাজ্যের বাজারে বিপুল চাহিদা রয়েছে। এই এলাকার প্রত্যেকটি কৃষক পরিবার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আলু,পটল, ঝিঙ্গে,করলা, বেগুন, কাঁচা লঙ্কা, সহ বিভিন্ন ধরনের সব্জি জমিতে রোপণ করেছিলেন। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বিগত টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ঐ সকল কৃষক পরিবারের রোপন করা সব্জি ক্ষেতের মধ্যে জল জমে। আর এই জল জমার ফলে তাদের ফলানো সব্জি'তে ধরেছে পচন। জানা গেছে,,,প্রায় তিন শতাধিক কৃষক টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। জানা গিয়েছে, এমন অনেক জমি রয়েছে যেগুলো থেকে জল বেরোবার কোনো রাস্তা নেই। ফলে অনায়াসে কিছুদিনের মধ্যে গাছের গোড়ায় পচন ধরবে। এদিকে এক কৃষক মহিলা জানান, ওই এলাকার প্রত্যেকটি কৃষক পরিবারে ক্ষতির সম্মুখিন। একদিকে বৃষ্টিপাত অন্যদিকে বন্যার কারণে প্রতিবছর এই তাদের ফলানো শাক-সব্জি ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়। বিগত কিছুদিন ধরে বৃষ্টিপাতের ফলে প্রত্যেকটি কৃষি জমিতে জল জমে রয়েছে। এই জল নিষ্কাশনের জন্য কোন ব্যাবস্থা নেই। ফলে অনায়াসে গাছের গোড়ায় জল বিগত কয়েকদিনের মধ্যে পচন ধরবে। এদিকে আরো জানা গেছে, 

তাদের ওই সব্জি প্রতিবছরই নষ্ট হয়ে থাকলেও সরকারিভাবে নেই কোন সাহায্য এটিকে বলা যেতে পারে, আগামী কিছুদিনের মধ্যে সবজির দাম গগনচুম্বী হতে পারে। গ্রাষ্ম কালীন সব্জি বাজারে সব্জি বাজারজাতও হবে খুবই কম। তবে ওই এলাকার কৃষকরা চাইছেন সরকার যেন তাদের প্রতি দৃষ্টি দিয়ে থাকলে তারা উপকৃত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu