বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে রাস্তা অবরোধ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২০ মে

শুক্রবার

উদয়পুর প্রতিনিধিঃ বিদ্যুতের টাওয়ার বসানোকে কেন্দ্র করে রাস্তা অবরোধ। ঘটনা, শুক্রবার উদয়পুর অমরপুর সড়কের বনদোয়ার এলাকায়। 

আর এই ঘটনায় রাস্তার দুধারে দেখা দেয় বিশাল যানজট। পরবর্তীতে গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ পাল এবং উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌছে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়।ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বনদোয়ার ছাত্রাবাং এলাকায় অনিল কুমার দেববর্মার জোত জায়গায় পাওয়ার গ্রীডের উদ্যোগে বিদ্যুতের টাওয়ার বসানো হচ্ছে। আর তাতেই দেখা দেয় বিপত্তি। জানা যায়, আদালতের নির্দেশে অনুসারে অনিল কুমার দেববর্মা জায়গার ক্ষতিপূরণও পায়। কিন্তু বর্তমানে জায়গাটি অনিল দেববর্মা সঞ্জয় জমাতিয়া নামে এক ব্যক্তিকে লিজে দিয়ে দেয়। আর এর ফলে বর্তমানে সঞ্জয় জমাতিয়া এটিকে নিজের জায়গা বলে দাবী করে। যার ফলে টাওয়ার বসতে বাধা দেওয়া শুরু করে। কিন্তু পাওয়ার গ্রীড থেকে টাওয়ার বসানোর কাজ 

চালিয়ে যাওয়ার ফলে দেখা দেয় বিপত্তি। এর ফলে শুক্রবার সঞ্জয় জমাতিয়ার লোকজন উদয়পুর অমরপুর সড়কের বনদোয়ার এলাকার পথ অবরোধ বসলে ঘন্টাখানেক পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে হস্তক্ষেপে পথ অবরোধ প্রত্যাহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu