সবুজ ত্রিপুরা
২১ মে
শানিবার
ধর্মনগর প্রতিনিধিঃ শুক্রবার অর্থাৎ ২০মে সাকাইবাড়ির ১ নম্বর ওয়ার্ডে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন,চাইল্ড লাইন এবং পুলিশ বাহিনী ।
নেতৃত্ব দেন মহাকুমা অফিসের ডিসি এম দিব্যশ্রী দাশগুপ্ত । দেখা যায় ১৩ মে একই ওয়ার্ডের নাবালক যার বয়স ১৭ বছর এবং নাবালিকা যার বয়স ১৫ বছর,তাদের মধ্যে বিয়ে দেওয়া হয় । প্রশাসন উপস্থিত হয়ে দুই পক্ষের অভিভাবকদের সাথে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কথাবার্তা বলে ছেলেকে ছেলের বাড়িতে এবং মেয়েকে মেয়ের বাড়িতে পাঠিয়ে দেয় । সিদ্ধান্ত হয় যখন এরা পূর্ণবয়স্ক হবে অর্থাৎ বিয়ের বয়স হবে তখনই তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে । ডিসিএম বলেন উত্তর জেলায় নাবালিকা এবং নাবালক বিবাহের পরিমাণ
উত্তরোত্তর বেড়েই চলেছে,তাই সাধারণ মানুষের সহায়তা ছাড়া এবং মানুষকে সচেতন করা ছাড়া এগুলোতে রোধ করা সম্ভব হবে না । শুধুমাত্র দপ্তরের আধিকারিকরা এবং চাইল্ড লাইন পুরোপুরি বন্ধ করে দিতে পারবে না যদি না সাধারণ মানুষ না এগিয়ে আসে ।
0 মন্তব্যসমূহ