মূল্য নিয়ন্ত্রনে ধর্মনগর বাজারে অভিযান মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২১ মে

শানিবার

ধর্মনগর প্রতিনিধিঃ মূল্য নিয়ন্ত্রনে অভিযান মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের ।

শনিবার দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ময়দানে নামল মহকুমা প্রশাসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল । দলটি ধর্মনগর মহেশ স্মৃতি রোড ও 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ধর্মনগর বাজারের বিভিন্ন খুচরো ও পাইকারি দোকানে হানা দেয় । খাদ্য ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা সকল ব্যবসায়ীদের আজকের মত সতর্ক করে দেন যাতে করে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেখেই তাদের ব্যবসা 

অব্যাহত রাখে,অন্যথায় কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন । পাশাপাশি মূল্য নিয়ন্ত্রণে এধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন ডিসিএম অমর চাঁদ বিশ্বাস ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu