কমলনগর প্রাথমিক সাস্থ‍্য কেন্দ্রের বেহাল পরিষেবা নিয়ে আমজনতা ক্ষোভ-Sabuj Tripura

 


সবুজ ত্রিপুরা

২১ মে

শানিবার

ধর্মনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমার বক্সনগর আর ডি ব্লক এর অন্তর্গত কমলনগর প্রাথমিক সাস্থ‍্য  কেন্দ্রের বেহাল  পরিষেবা নিয়ে  আমজনতা  ক্ষোভ ।

গতকাল কমলনগর এক মহিলা  তার নাতি কে নিয়ে হাসপাতালে  ভর্তি হন।রোগীর জ্বর ছিল  প্রাথমিক চিকিৎসার জন‍্য হাসপাতালে  এসে দেখতে  পায় একজন মহিলা  ডাক্তার  আছে।নেই কোন নার্স  এবং সেলাইন  ইনজেকশান দেবার মতো ব‍্যবস্থা নেই।সেটা কেন্দ্র  করে রোগী অভিবাবক ক্ষেপে গিয়ে  বলেন  হাসপাতাল  তালা দিয়ে দেব। ডাক্তার  পুষপা দেব্বমা বলেন  অন‍্য খানে সোনামুড়া অথবা বক্সনগরে রোগী নিয়ে  যাবার জন‍্য।এই কথা শুনামাএ রোগীর অভিবাবক তেলে বেগুনে জলে ওঠেন।কিসের 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

হাসপাতার নূনতম পরিষেবা  দিতে  ব‍্যর্থ।সুইপার ও ক্লিনা দিয়ে  সেলাইন  ইনজেকশান দেয়।  ডাক্তার  ২ জন থাকলে ও পরিষেবা ঠিক মতে দেয় না।ডাক্তার রিয়াজ দের্বমা সবর্দা মদমত্ত অবস্থা  থাকেন। ইন চার্জ অরিনদম দাস আয়ারাম আর গায়া রাম। ক্লিনার 

৬ জন  অথচ হাসপাতালে  নোংরা। ঠিক  মত আয়োট ডুর খোলা হয়  না।নেই কোনো পঞ্চায়েত প্রধান  এবং  রোগী কল‍্যান সমিতির হেল দোল। সরকার  সবকা সাথ সবকা বিকাশ বলে  আওয়াজ  তুলছে।আর নুনতম সাস্থ‍্য পরিষেবা দিতে ব‍্যর্থ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu