সবুজ ত্রিপুরা
২০ মে
শুক্রবার
বক্সনগর প্রতিনিধিঃ বক্সনগর বিধানসভা এলাকার বক্সনগর কমিউনিটি হল মাঠে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী কৃষক
সম্মান নিধি প্রকল্পের লাভার্থী দের নিয়ে জনসভার আয়োজন করা হয়।এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রথমে সভাস্থলে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রাপকদের সঙ্গে কথা বলেন। এরপর সেখানে সভায় আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।তারপর সেখান থেকে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চলে যান বক্সনগর ব্লক এলাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে তৈরি হওয়া কয়েকটি বাড়ি পরিদর্শনে। সেখান থেকে তিনি চলে যান আইসিডিএস প্রকল্পের স্থানীয় একটি অঙ্গনওয়াড়ি তে সেখানে অঙ্গনওয়ারী সেন্টারের দিদিমণি এবং কচি-কাঁচা শিশুদের সাথে কথা বলেন। এদিন তার সফরসঙ্গী ছিলেন মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় সিপাহীজলা জেলার মাননীয়া সভাধিপতি শ্রীমতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, প্রদেশ সম্পাদক মো. জসীমউদ্দীন ,সিপাহীজলা দক্ষিণ জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারী ও লাভার্থীগণ।যদিও পূর্বসূচি অনুযায়ী কথাছিল মূখ্যমন্ত্রীর হাত ধরে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নব নির্মিত ভবনের উদ্ভোদনের কথা থাকলেও তা পরিবর্তন করা হয়। যা নিয়ে
জনমনে এক প্রশ্নচিন্হ দেখা দিয়েছে।বিগত চার বছর ধরে এই নির্নিয়মান ভবনে স্বাস্থ্য পরিষেবা থেকে কোন অযানা কারনে জনগন বন্চিত হচ্ছে তার সদোত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি।এখন দেখার বিষয় দপ্তর কি ব্যবস্থা নেয়।
0 মন্তব্যসমূহ