বন্য দাঁতাল হাতির তান্ডব লীলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বসতঘর-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২০ মে

শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ কালবৈশাখীর তাণ্ডবের মাঝেই বন্য দাঁতাল হাতির তান্ডব লীলায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বসতঘর। ঘটনা 

তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন বালুছড়া ফুলবাঁশি দাসপাড়া স্কুল সংলগ্ন এলাকায়।  জানা যায়,, বন্য দাঁতাল হাতির দল যখন ওই এলাকায় ধ্বংসলীলা চালাচ্ছিল তখন এলাকাবাসীদের তরফ থেকে বনকর্মীদের দফায় দফায় ফোন যুগে  জানানো হলেও ঘটনাস্থলে যাওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি বলে অভিযোগ। অফিসের একটি সূত্রে জানা গেছে,, ওই সময় বনকর্মীরা মুন্সিআনা'তে ব্যাস্ত ছিলেন অর্থাৎ আরাম-আয়েশে ব্যাস্ত 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ছিলেন। যেহেতু উনারা সরকারি কর্মচারী আরাম-আয়েশটুকু প্রথমেই প্রয়োজন, আমজনতা গোল্লায় যাক। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বন্য হাতির দল দফায় দফায় তাণ্ডব চালিয়ে বালুছড়া ফুলবাঁশি দাসপাড়া স্কুল সংলগ্ন এলাকায় ৪ থেকে ৫টি পরিবারের বসতঘর, কয়েকজনের সব্জি ক্ষেত সহ ঘরে থাকা আসবাবপত্র এবং ঘরে মজুদকৃত চাল সহ ইত্যাদি সামগ্রী নষ্ট করে বলে অভিযোগ। তেলিয়ামুড়া বনদপ্তরের বিস্তীর্ণ এলাকাজুড়ে পূর্বেও 

বেশ কয়েকজন সাধারন জনগন হাতির আক্রমণে মারা গেলেও বনদপ্তর থেকে এখন পর্যন্ত হাতির সমস্যা নিরসনে স্থায়ী কোনো উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ এলাকাবাসীদের। ফলে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তেলিয়ামুড়া বনদপ্তরের হাতি প্রবণ এলাকাগুলিতে শত শত সাধারণ মানুষ বসবাস করে চলছেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu