মাতাবাড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় নেতৃত্বের এক প্রতিনিধি দল-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৬ মে

সোমবার

উদয়পুর প্রতিনিধিঃ রবিবার বিকালে মাতাবাড়িতে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সহ সংসদ তথা বিজেপি রাজ্য 

প্রভারী বিনোদ সোনকর, বিজেপি উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক নেতা অজয় জাম্বুয়াল সহ কেন্দ্রীয় নেতৃত্বের এক প্রতিনিধি দল। সাথে আসেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এদিন কেন্দ্রীয় মন্ত্রি সহ নেতৃত্বরা মাতাবাড়িতে আসলে উনাদের স্বাগত জানান বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায় ও বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিভিন্ন নেতৃত্বরা। এদিন কেন্দ্রীয় মন্ত্রি সহ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা মাতাবাড়িতে এসে মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে পূজো দিয়ে পরবর্তীতে ভিআইপি কক্ষে কিছুক্ষণ বসে দলীয় নেতৃত্বের সাথে আলোচনা করেন। 

এদিন কেন্দ্রীয় মন্ত্রী সহ সকল নেতৃত্বকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানান বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ সকল নেতৃত্বরা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu