সবুজ ত্রিপুরা
১৬ মে
সোমবার
পানিসাগর প্রতিনিধিঃ ১২ ই মে ২০২২ সালের বৃহস্পতিবার দিন , উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া বাজার স্থিত
প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিঃ প্যাক্স এর বোর্ড অফ ডিরেক্টরস মেম্বারস নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলো। ১৯৭৯ সালের ১৫ ই মার্চ থেকে যাত্রা শুরু করেছিল রৌয়া প্রাথমিক কৃষি সমবায় সমিতি। নিয়ম অনুসারে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সমিতি পরিচালনার জন্য নির্বাচনের মাধ্যমে বোর্ড অফ ডাইরেক্টর মেম্বার পদে নিযুক্ত করা হয়। সেই অনুসারে এবছরও নির্বাচনের জন্য নমিনেশন গ্রহণ প্রক্রিয়া শুরু করেন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নির্বাচন অফিসার জন্মজিৎ রায়। নমিনেশন দাখিলের শেষদিন পর্যন্ত মোট ৫ জন প্রতিনিধি নমিনেশন দাখিল করেন এবং প্রার্থী হিসেবে ঘোষিত হন। যেহেতু মোট পাঁচটি আসনের জন্য ৫ জন প্রার্থী নমিনেশনে অংশগ্রহণ করেন সেই অনুসারে পাঁচজন প্রার্থীকেই আজ বেলা আনুমানিক ১২ ঘটিকায় প্রাথমিক সমবায় সমিতির অফিস কক্ষে ইলেকশন অফিসার জন্মজিৎ রায় উক্ত ৫ জনকে বিজয়ী বলে ঘোষণা করেন এবং আগামী পাঁচ বছরের জন্য তাদেরকে রৌয়া প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের বোর্ড অফ ডিরেক্টরস মেম্বারস পদে নিযুক্ত করেন। আজ যারা আগামী পাঁচ বৎসর রৌয়া কৃষি সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরস মেম্বারস পদে জয়ী হয়েছেন, উনারা হলেন সুখময় দেবনাথ সভ্য পদ নাম্বার ৮২৭ , প্রমিস নাথ সভ্য পদ নাম্বার ৩০৭ ,পরেশ চন্দ্র দাস সভ্য পদ নাম্বার ১৬০ ,দীপ্তি মালাকার সভ্যপদ
নাম্বার ৮০৩ এবং খাইরুন বিবি নাম্বার ১১৫৫ । উনারা সকলেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দিতায় অংশগ্রহণ করেছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার কারণে ভারতীয় জনতা পার্টি পানিসাগর মন্ডল কমিটি সহ গোটা রৌয়া এলাকায় আনন্দের বার্তা পৌঁছে।
0 মন্তব্যসমূহ