সবুজ ত্রিপুরা
১৬ মে
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ ফাঁসিতে আত্মহত্যা এক এসপিও জোয়ানের।ঘটনা কদমতলা থানাধীন সরসপুর পঞ্চায়েতের ৪নং ওয়ার্ডে।
মৃত জোয়ানের নাম শেখর নাথ(৩৮) এসপিও সে কদমতলা থানায় কর্মরত ছিল। সে একটি সুইসাইড নোটে লিখে যায় গতকাল অর্থাৎ রবিবার সন্ধ্যায় থানার গাড়ি নিয়ে অন্যান্য জোয়ানদের কর্তব্য স্থলে নামিয়ে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
থানায় ফেরার পথে একটি গাড়ির সঙ্গে সামান্য দুর্ঘটনা ঘটে। তার সুইসাইড-নোট থেকে জানা যায় ওই চালক নাকি তাকে মারধোর করে তাই হয়তো অভিমানে সে আত্মঘাতী হয়েছে। রাতে নিজের বাড়ির সামনেই একটি লিচু গাছে গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করে।
তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে কদমতলা থানা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে।
0 মন্তব্যসমূহ