সবুজ ত্রিপুরা
১৬ মে
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিক এর দেওয়া আশ্বাস পুরন না হওয়ায় রাস্তা অবরোধ করল এলাকাবাসীরা।
গতকাল রাতে এলাকাবাসীর দ্বারা তেলিয়ামুড়া গামাইবাড়ি এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মিদের আটক করা হয়েছিল। কয়েকদিন যাবৎ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও সারাইয়ের কোনও উদ্যোগ নেইনি দপ্তর বলে অভিযোগ এলাকাবাসীদের।দপ্তরের
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
কর্মিদের এলাকাবাসীদের হাত থেকে ছাড়িয়ে আনার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিক গত রাতে এলাকাবাসীদের আশ্বাস দিয়েছিলেন যে সোমবার দুপুর ১২ টার মধ্যে বিদ্যুৎ সারাইয়ের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু সময়ের মধ্যে বিদ্যুৎ সারাইয়ের ব্যবস্থা না হওয়ায় ক্ষুব্ধ গামাইবাড়ি এলাকার এলাকাবাসীরা সোমবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া টু অমরপুর সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে
ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ, তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দেবাশীষ দাস সহ অন্যান্যরা । পরে আজ তথা সোমবারের মধ্যেই বিদ্যুৎ সারাইয়ের আশ্বাস পেয়ে এলাকাবাসীরা দীর্ঘ প্রায় ১ ঘন্টা পর তেলিয়ামুড়া টু অমরপুর সড়ক অবরোধ মুক্ত করে।
0 মন্তব্যসমূহ