রক্তের সঙ্কট মেটাতে জন্মদিনে রক্তদান শিবির-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৪ মে

বুধবার

উদয়পুর প্রতিনিধিঃ রক্তের সঙ্কট মেটাতে জন্মদিনে রক্তদান শিবির করলেন সাংবাদিক তথা উদয়পুরের অন্যতম সামাজিক সংস্থা 

হেল্পিং হ্যান্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার। "মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে" এই বার্তাটিকে সামনে রেখে হেল্পিং হ্যান্ডস সোসাইটির সার্বিক সহযোগিতায় নিজের জন্মদিনে রক্তদান শিবির করলেন জয়দীপ। রবিবার উদয়পুর কে বি আই বি আর সি হলে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের উদ্ভোধন করেন 

কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, বিশিষ্ট শিক্ষিকা তথা সমাজসেবী স্বপ্না দাশগুপ্ত সহ প্রমুখ বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্ভোধনের পর রক্তদানের উপর এক মনমাতানো সঙ্গীত পরিবেশন করেন উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা। এরপর স্বাগত ভাষন রেখে জন্মদিনে রক্তদান শিবির করার তাৎপর্য সকলের সামনে তুলে ধরেন সাংবাদিক তথা হেল্পিং হ্যান্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার। 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরটিকে স্বার্থক করে তুলতে সার্বিক ভাবে সহযোগিতা করেন হেল্পিং হ্যান্ডস সোসাইটির সকল সদস্যরা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ সকল অতিথিরা রাজ্যে রক্তের সঙ্কট মেটাতে নিজের জন্মদিনে জয়দীপ পোদ্দারের রক্তদান শিবির করার মানষিকতার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা 

প্রজ্জ্বলিকা ভৌমিক, সম্পাদিকা রুচিরা সাহা, সহ সম্পাদক শুভ্র শেখর নাগ, কোষাধ্যক্ষা জয়তী দেব সহ অন্যান্যরা। এদিন এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, ২০১৯ সালে জন্মদিনে একবার রক্তদান শিবির করেছিলেন এবং অন্যান্য বছর নিজের জন্মদিনে ব্লাড ব্যাঙ্কে গিয়ে সহকর্মী ও শুভাকাঙ্খীদির নিয়ে স্বেচ্ছায় রক্তদান করে থাকেন সাংবাদিক তথা হেল্পিং হ্যান্ডস সোসাইটির সভাপতি জয়দীপ পোদ্দার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu