ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজো দিলেন অসমের রাজ্যপাল-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৮ মে

রবিবার

উদয়পুর প্রতিনিধিঃ শনিবার বিকাল নাগাদ ৫১ পীঠের একপিঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজো 

দিতে এলেন অসমের রাজ্যপাল জগদীশ মুখী এবং উনার সহধর্মিনী । এদিন রাজ্যপালের সফরকে কেন্দ্র করে গুটা ত্রিপুরা সুন্দরী মন্দির ছিল কঠোর  নিরাপত্তা ব্যবস্থা । উনাকে স্বাগত জানান রাজ্যের কৃষি,পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, 

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গোমতী জেলার জেলাশাসক  রাভেল হেমেন্দ্র কুমার , গোমতী জেলার পুলিশ সুপার শ্বাশত কুমার, অতিরিক্ত পুলিশ সুপার কান্তা জাঙ্গীর, মহকুমা শাসক অনিরুদ্ধ রায় , বিজেপি নেতা জিতেন্দ্র চৌধুরী সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই দিন উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu