সবুজ ত্রিপুরা
০৮ মে
রবিবার
ধর্মনগর প্রতিনিধিঃ ধর্মনগর স্টেশন থেকে রাতে তেল চুরি হবে এটা একটা রোজনামচায় পরিণত হয়ে গিয়েছিল । কখনো ভয়,
কখনো বা অবহেলার কারণে কেউ এই সব চোরদের প্রতি সঠিক ব্যবস্থা নেয়নি। এবার নড়েচড়ে বসেছে আরপিএফও । আরপিএফএর পক্ষ থেকে জানানো হয় ৬ই মে রাতে ৪ নম্বর লাইনে একটি পাথরের মালগাড়ি ছিল যার ইঞ্জিন নাম্বার ছিল ৬৯০০৪। গভীর রাতে ইঞ্জিন থেকে তেল চুরি হয় বলে আরপিএফ এর কাছে খবর আসে । তারা খোঁজখবর নিয়ে কাকরি নদীর পাড়ে এই তেলের সন্ধান পায় । মোট ৩০০ লিটার ডিজেল ছিল ।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
চারজনকে এই মর্মে গ্রেপ্তার করা হয় । এরা হলো মুগলিস রহমান,শাবুদ্দিন, রাজিব আলী এবং বাকচি রায় । এরা প্রত্যেককেই ধর্মনগরের সিগন্যাল বস্তির বাসিন্দা তাদেরকে শনিবারে কোর্টে তোলা হয়েছে । এইভাবে দীর্ঘদিন ধরে রেলদপ্তরে তেল চুরি হয়ে খোলাবাজারে বিক্রি হচ্ছে। কিন্তু কারোর কোন ধ্ব্যান নেই । এখন প্রশাসনিক তৎপরতা তুঙ্গে হলেই অনেক রাঘব বোয়াল তেলচোর বেরিয়ে আসবে।
0 মন্তব্যসমূহ