সবুজ ত্রিপুরা
০৬ মে
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নৈশকালীন দুষ্কৃতিকারীরা ধ্বংস করল কলা বাগানের সবরি কলাগাছ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন
করইলং এলাকায় বুধবার গভীর রাতে। সংবাদে জানা যায়,তেলিয়ামুড়া থানাধীন করইলং এলাকায় বাসিন্দা তথা সুভাষ সূত্রধর বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন বাগান করে চাষাবাদ করে আসছে। ওই বাগান গুলির মধ্যে সবরি কলাবাগানে রয়েছে একটি।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বুধবার গভীর রাতে একদল দুষ্কৃতিকারীরা তার কলাবাগানে আক্রোশমূলক হামলা চালায়। দুস্কৃতিকারীরা সবরি কলা বাগানের কলা গাছ গুলি এলোপাতাড়ি দায়ের কোপে কেটে টুকরো টুকরো করে দেয়। এমন কি কয়েকটি সবরি কলার ছরি কেটে টুকরো টুকরো করে মাটিতে ফেলে দেয়। তিনি জানান,
বিগত কয়েক বছর ধরেই এই ধরনের ঘটনা ঘটে চলছে তার কলা বাগানের উপর। বারকয়েক ওই দুষ্কৃতিকারীদের পাকড়াও করার জন্য চেষ্টা চালিয়ে থাকলেও চেষ্টা ব্যর্থ থেকে যাচ্ছে।
0 মন্তব্যসমূহ