সবুজ ত্রিপুরা
০৩ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ আধা সামরিক বাহিনী তথা সি.আর.পি.এফ বাহিনীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক যুবক। আহত যুবকের নাম সঞ্জয় রুদ্র পাল।
বাড়ি তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায়। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন বড়মুড়া তথা হতাই কতর ইকো পার্ক সংলগ্ন এলাকায়। সংবাদে জানা যায়,,খুমলুং এ.ডি.সি থেকে PBO8 AH 0234 একটি ওয়ানটনার গাড়ি'তে করে সি.আর.পি.এফ ৭১ নং বাহিনীর জওয়ান নিয়ে তেলিয়ামুড়া দিকে আসছিল। তেলিয়ামুড়া থানাধীন ইকো পার্ক সংলগ্ন
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জাতীয় সড়কে কোন উৎসবকে কেন্দ্র করে চাঁদা তুলছিল হাওয়াই বাড়ি এলাকার একদল যুবক।সেই সময় গুরুতর আহত যুবক তথা সঞ্জয় রুদ্রপাল জাতীয় সড়কের পাশে একটি মোটর সাইকেলে বসে ছিল। তখন একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি'কে পাস দিতে গিয়ে আধা সামরিক বাহিনী সি.আর.পি.এফ জওয়ানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের উপর বসে থাকা যুবককে ধাক্কা দেয়। তাতে সেই যুবক তথা সঞ্জয় রুদ্র পাল মোটরসাইকেল সহ রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। কিছু দূরে গিয়ে ঘাতক গাড়িটি তথা সি.আর.পি.এফ জওয়ানের গাড়িটি থামায়।পরে এই গাড়ি দিয়ে পরে গুরুতর আহত অবস্থায় সঞ্জয় রুদ্র পাল কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।এদিকে তার অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া হাসপাতালের কর্তব্যরত
চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জি.বি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে জানা গেছে, সি.আর.পি.এফ ৭১ নম্বর ব্যাটালিয়নের চাকমা ঘাট স্থিত সি(C) কোম্পানির গাড়ি।এদিকে খবর পেয়ে সি.আর.পি.এফ ৭১ নং ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা দূরঝাঁপ শুরু করে দিয়েছে। যদিও ঘাতক গাড়ি'টি পুলিশের চোখের সামনে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি।
0 মন্তব্যসমূহ