ঈদের অতিরক্ত আনন্দ করতে গিয়ে গাড়ির নিচে পড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৪ মে

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ সকাল ৬ টা থেকে বক্সনগর এলাকায় ঈদের নামাজ শুরু হয়৷ নামাজ চলে সকাল ৯ টা পর্যন্ত৷ 

নির্বিঘ্নে যখন বক্সনগর এলাকার ২৯টি ঈদগাহ মাঠে নামাজ আদায় করা হয় ,তখন মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য একে অপরকে সাথে নিয়ে এলাকায় বিচরণ করেন এই অবস্থায় বিকাল ৪টা১০ মিনিট নাগাদ বাগবের পঞ্চায়েতের সামনে বক্সনগর-সোনামুড়া রাস্তার উপর গাড়ির নিচে পড়ে মৃত্যুবরণ করে এক কিশোর৷ যির নাম জনি আহমেদ(১৬)পিতার নাম আবুল কালাম(মনির)৷ 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাড়ি উত্তর কলমচৌড়া৷ জনি আহমেদ বক্সনগল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাধ্যমিক সেন্টারে বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে৷ জনি ঈদের আনন্দ-উল্লাস করার জন্য বন্ধুদের সাথে নিয়ে দুপুর ১২টা নাগাদ বোলারো পিকাপ গাড়ির মধ্যে সাউন্ড সিস্টেম মিউজিক নিয়ে এলাকায় ঘুরতে বের হয়৷ বিকাল৪টা নাগাদ বাড়ির দিকে যখন ফিরছিল বাগবের পঞ্চায়েতের সামনে এগিয়ে যাওয়ার পর নাচতে নাচতে গাড়ি থেকে পরে যায়৷  দুর্ভাগ্য জনক ভাবে তার মাথা চলে যায় গাড়ির পেছনের চাকার নিচে৷ গাড়ির চাকার চাঁপা পরে ক্ষতবিক্ষত হয়ে যায় তার মাথা৷ ঘটনাস্থলে মৃত্যুবরণ করে জনি৷ গাড়িটি দ্রুতগতিতে সেখান থেকে পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরা জানান সাথে সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল জনি৷পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জনির মৃতদেহ বক্সনগর হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতাল মর্গে বর্তমানে জনির মৃতদেহ রাখা হয়েছে৷ আগামীকাল সকাল বেলা ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে জনির লাশ৷এই ব্যাপারে তদন্ত করার জন্য খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব দাস কলমচৌড়া থানায় ছুটে আসেন৷ প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার করতে পারেনি৷ তবে এলাকাবাসী জানায় গাড়ির মালিকের নাম রিপন খান উত্তর কলমচৌড়া জুমেরটিলা৷জনির পিতা ১০-১২ বছর পূর্বে তার মা-সহ আরো এক ভাই এক বোন কে রেখে বাংলাদেশের চলে যায়৷ফলে হতভাগী মা চায়না বেগম দিনমজুরির কাজ করে ছেলেমেয়েদেরকে লেখাপড়া ও সংসার চালাচ্ছিল৷ 

এই অবস্থায় জনির মৃত্যুতে হতদরিদ্র এই পরিবারটি জীবন চলার পথে অনেকটা পিছিয়ে গেছে তা বলার অপেক্ষা রাখেনা৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ তবে এই ঘটনা থেকে যুবসমাজকে শিক্ষা নেওয়া উচিত অতিরিক্ত কোন কিছুই ভাল নয়৷এই ঘটনা বক্সনগর ঈদের আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে নিঃসন্দেহে বলা যায়৷

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu