ত্রিপুরায় পাচা‌রের মু‌খে চুরাইবা‌ড়ি‌তে ল‌রি বোজাই নেশা জা‌তিয় কফ সিরাফসহ আটক এক-Sabuj Tripura

 সবুজ ত্রিপুরা

০৩ মে

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ   ফের পু‌লি‌শের নাকা তল্লাশিতে বড়সড় সাফল‌্য পেল আসাম চ‌ুরাইবা‌ড়ি ওয়াচ পোস্টের পু‌লিশ।‌ 

সোমবার রাত ১১টা নাগাদ গুয়াহা‌টি থে‌কে আগরতলাগা‌মি গ‌তি বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থার AS 01 MC 0386  নম্ব‌রের এক‌টি ক‌ন্টেইনার চুরাইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পো‌ষ্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি তল্লা‌শি চালায় পু‌লিশ।এ‌তে মোট ৯৩ 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


বস্তায় ১০,১০০ বোতল কফ সিরাফ জব্দ হয়।গা‌ড়ির ভিত‌রে পাপ‌ড়ে মোড়া ২৭ বস্তায় ২৫৬৬ বোতল ফে‌ন্সি‌ডিল ও ৬৬ বস্তায় ৭৫৯০ বোতল এসকফ জা‌তিয় কফ সিরাফ ছিল।এ ম‌র্মে গেইট ইনচার্জ নিরঞ্জন দাস জানান যে জব্দকৃত নেশা সামগ্রীর বাজার মুল‌্য প্রায় ৫০ লক্ষ টাকার মত হ‌বে।এ কা‌ন্ডে ল‌রি চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে।তার নাম আ‌দিত‌্য রাভা ৪৫  পিতার নাম প্রহ্লাদ রাভা।বা‌ড়ি আসামের কামরুপ 

জেলার ব‌কো থানাধীন নালাপাড়ায়।তার বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রজু ক‌রে‌ছে পু‌লিশ।ধৃত‌কে বর্তমা‌নে বাজা‌রিছড়া থানায় জিজ্ঞাসাবাদ চল‌ছে। আজ মঙ্গলবার তা‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

 


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu