বিশালগড় চৌমুহনি বাজার এবং নীচের বাজার পরিদর্শন করেন সিপাহীজলা জেলাশাসক বিশ্বেশ্বরী বি-Sabuj Tripura

 

 সবুজ ত্রিপুরা

০৩ মে

মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় শহরকে স্বচ্ছ, সুন্দর ও যানজট মুক্ত রাখতে ব্যাবসায়ী, মোটর কর্মীদের উদ্দেশ্যে গত ২৯ শে এপ্রিল থেকে 

বিশালগড় পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আই এ এস প্রশান্ত বাদল নেগি এক নির্দেশিকা জারি করে, সেই নির্দেশিকায় বলা হয়েছে  আগরতলা থেকে দক্ষিণমুখী সকল যাত্রীবাহী গাড়ি বিশালগড় কালীবাড়ির সামনে এবং লালসিংমুড়া স্ট্যান্ড যাত্রী উঠানামা করবে এছাড়া বাজারের অন্য কোনো স্থানে গাড়ি থামানো বা যাত্রী  উঠানামা করানো যাবে না। আগরতলাগামী সকল গাড়ি লালসিংমুড়া স্ট্যান্ড এবং শুভদীপ বিয়ে বাড়ির সামনে যাত্রী উঠানামা করবে। বক্সনগর রোডের সকল গাড়ি বিশালগড় নীচের বাজার স্থিত বটগাছ পার হয়ে দাঁড়াবে এবং যাত্রী উঠানামা করবে। পাশাপাশি নির্দেশিকায় আরো বলা হয় যে জাতীয় সড়কের ব্ল্যাক টপ এর উপর কোনো গাড়ি দাঁড় করানো বা থামানো যাবে না এবং যদি কোনো গাড়ি ব্ল্যাক হ্যাট এর উপর দাঁড় করায় তাহলে সংশ্লিষ্ট দোকানমালিকও তার জন্য দায়ী থাকবে। আরো বলা হয় যে বাজার ব্যাবসায়ীদের মালপত্র লোডিং আন লোডিং এর নির্ধারিত সময় রাত ৮ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত। অবশ্য ছোট গাড়ি অন্য সময়েও মালপত্র লোডিং আন লোডিং করতে পারবে। অন্যদিকে এই নির্দেশিকায় আরো বলা হয় যে বাজারের ব্যাবসায়ীরা দোকান পার  করে ড্রেন বা রাস্তার উপর কোনো মালপত্র রাখতে পারবে না। বিশালগড় ব্রীজ চৌমুহনীতে বিবেকানন্দ মূর্তির কাছে কোনো অটো স্ট্যান্ড থাকবে না। সর্বশেষে বলা হয় রাস্তা বা ড্রেনে ময়লা আবর্জনা না ফেলার জন্য এবং ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলা হয় দোকানের সামনে নির্দিষ্ট পাত্রে আবর্জনা রাখার জন্য। যদি কোনো ব্যাক্তি উপরে উল্লেখিত নির্দেশিকা না মানে তাহলে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ত্রিপুরা 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মোটর ভ্যাহিকাল অ্যাক্ট এবং মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুসারে আইনত ব্যাবস্থা গ্রহণ করা হবে বলা জানানো হয়েছে বিশালগড় পুর পরিষদের পক্ষ থেকে। এদিকে সোমবার আচমকা বিশালগড়ের ট্রাফিক ব্যাবস্থা সঠিক ভাবে চলছে কিনা এবং পুর পরিষদ থেকে জারি করা নির্দেশিকা সাধারণ মানুষ মানছে কি না, তা পরিদর্শন করার জন্য খোদ মাঠে নামেন সিপাহীজলা জেলা শাসক বিশ্বেশ্বরী বি। তিনি বিশালগড় চৌমুহনি বাজার এবং নীচের বাজার পরিদর্শন করেন। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক বিশ্বেশ্বরী বি বলেন ট্রাফিক ক্লিয়ারেন্স দেখার জন্য এদিন তিনি এসেছেন এবং তিনি বলেন বাজারের ড্রেনগুলো খুব শীঘ্রই পরিষ্কার করা হবে,কারণ 

সামনেই বর্ষার মরশুম। জেলাশাসক বলেন মানুষ যেখানে সেখানে যানবাহন থামাতে পারবে না, আর যারা আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিশালগড় চৌমুহনি বাজারে বিশালগড় ট্রাফিক কর্মীদের দেখা গেছে কোমর বেধে মাঠে নামতে, এদিন যারা হেলমেট ছাড়া চলাফেরা করছে এবং যাদের বৈধ কাগজপত্র নেই তাদেরকে জরিমানা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu