নো পার্কিং জোনে যাত্রীবাহী যানবাহনের যানজট-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

০৮ মে

রবিবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ নো পার্কিং জোনে যাত্রীবাহী যানবাহনের যানজট, যেকোনো সময় জনবহুল এলাকাতে ঘটে যেতে পারে বড়োসড়ো পথ দুর্ঘটনা, 

এর সংবাদ প্রকাশিত হয়েছিল শনিবার দুপুর নাগাদ। এই সংবাদ প্রকাশিত হওয়ার কিছু ঘন্টা পর শনিবার বিকেল নাগাদ জাতীয় সড়ক -কে যানবাহন যানজট মুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানালো স্থানীয় ক্লাব। যান দূর্ঘটনায় আর যেন কোন প্রান অকালে ঝরে যেতে না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য ক্লাবের পদক্ষেপ। তেলিয়ামুড়া মহকুমা জুড়ে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা লেগেই থাকে। ফলে অসময়েই ঝরে যাচ্ছে জীবন। সেই লক্ষে ট্রাফিক ব্যবস্থা আরোও কিভাবে ভাল করাযায় সেই উদ্যেশ্যে তেলিয়ামুড়ার প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এক ডেপুটেশন প্রদান করে শনিবার। তেলিয়ামুড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান হল খোয়াই চৌমুহুনী। ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে এই এলাকায় প্রায় দিনই যান দূর্ঘটনা লেগেই থাকে। এই ব্যস্ততম এলাকায় একটি স্থায়ী ট্রাফিক সিগ্নাল বসানোর জন্য খোয়াই জেলার ট্রাফিক ডি এস পি বিক্রমজীত শুক্ল দাসের নিকট ডেপুটেশনে মিলিত হয় প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের কর্মকর্তারা। ক্লবের সম্পাদক 

                                           হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পিন্টু দাস এর নেতৃত্বে এক প্রতিনিধি দল ট্রাফিক ডি এস পির হাতে এক  স্থায়ী ইলেকট্রনিক ট্রাফিক সিগ্নালের  দাবি তুলে ধরে।ডেপুটেশন শেষে ক্লাব সম্পাদক পিন্টু দাস জানান খোয়াই জেলার ট্রাফিক ডি এস পি বিক্রমজীত শুক্ল দাস মহাশয় দাবি নিয়ে সহমত পোষন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন। তিনি আরও জানান যতদিন পর্যন্ত স্থায়ী ব্যবস্থা হচ্ছেনা সেই পর্যন্ত বিকল্প ব্যবস্থারও আশ্বাস প্রদান করা হয় ট্রাফিক ডি এস পি -র তরফে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu